Saturday, March 22, 2025
Homeটেক নিউজসব চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে, নামের লিস্ট ডাউনলোড করুন

সব চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে, নামের লিস্ট ডাউনলোড করুন

Wb Chit Fund Refund: বিগত বেশ কয়েক দর্শক ধরে চিটফান্ড (Chitfund) কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ মানুষ তাদের উপার্জিত অর্থ হারিয়েছেন এবং প্রতারণার শিকার হয়েছেন বহু পরিবার।

তবে এইবার হাইকোর্টের নির্দেশে বিনিয়োগকারীরা আশার আলো দেখছেন। হ্যাঁ চিট ফান্ড কোম্পানি বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যেই।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এখন আপনিও যদি কোন চিটফান্ড (Chitfund)
কোম্পানিতে টাকা দিয়ে প্রতারিত হয়ে থাকেন, তাহলে কীভাবে টাকা পাবেন জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

Wb Chit Fund Refund

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে কয়েকটি চিটফান্ড কোম্পানি তাদের সম্পত্তি বিক্রি করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবে তাদের মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিগুলি হল-

১। রোজভ্যালি গ্রুপ

২। অ্যালকেমিস্ট গ্রুপ

৩। এমপিএস গ্রুপ

৪। পৈলান গ্রুপ

৫। ভিবজিওর গ্রুপ

৬। ওয়ারিস ফাইনাল গ্রুপ

যদি আপনি এই (Chitfund) কোম্পানীগুলোর মধ্যে কোন‌ও একটি কোম্পানিতে বিনিয়োগ করে থাকেন তাহলে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করে আপনার টাকা ফেরত পেয়ে যাবেন।

চিটফান্ডের ( Chitfund) টাকা ফেরতের জন্য প্রয়োজনীয় নথি

পরিচয় পত্র- আবেদনকারীকে পরিচয় পত্র হিসেবে আধার অথবা ভোটার কার্ড দিতে হবে।

ব্যাঙ্কের পাস বই- যার মাধ্যমে বিনিয়োগকারীরা টাকা ফেরত পাবেন।

চিটফান্ড সংক্রান্ত কাগজপত্র- টাকা জামার রসিদ ও চুক্তিপত্র যেগুলো প্রমাণ করবে আপনি সত্যি বিনিয়োগ করেছিলেন।

অন্য কোনও বৈধ নথি- আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট কিছু নথির দরকার পড়তে পারে।

টাকা ফেরত এর জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট কতগুলি ধাপ অনুসরণ করতে হতে পারে।

টাকা ফেরত পাওয়ার জন্য সরকারি ওয়েবসাইটে যান।
প্রতিটি চিটফান্ড কোম্পানির জন্য আলাদা আলাদা ভাবে আবেদন পত্র রয়েছে, অনলাইনে সেই ফর্ম পূরণ করে সঠিক তথ্য প্রদান করুন ও গুরুত্বপূর্ণ সব নথি আপলোড করে আবেদন জমা দিন।

পুরো প্রক্রিয়াটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। আবেদন সফলভাবে সম্পন্ন হলে একটি রসিদ পাবেন যা রেখে দিন কারণ ভবিষ্যতে কাজে লাগবে। এরপর আপনার স্ট্যাটাস চেক করুন।

আবেদন গৃহীত হলে টাকা ফেরতের তালিকায় আপনার নাম থাকবে। নীচের লিঙ্কে গিয়ে সেই তথ্য যাচাই করে নিন-

১। রোজ ভ্যালি চিটফান্ডে আবেদনের লিংক – CLICK HERE

২। অ্যালকেমিস্ট গ্রুপ আবেদনের লিংক – CLICK HERE

৩। এমপিএস গ্রুপ আবেদনের লিংক – CLICK HERE

৪। পৈলান গ্রুপ আবেদনের লিংক – CLICK HERE

৫। ভিবজিওর গ্রুপ আবেদনের লিংক – CLICK HERE

৬। ওয়ারিস ফাইনাল গ্রুপ আবেদনের লিংক – CLICK HERE

চিটফান্ড কোম্পানির গুলিতে কারা কারা টাকা ফেরত পেয়েছে তাদের নামের একটি লিস্ট ডাউনলোড করার লিংক দিয়ে দিলাম নীচে

১। রোজ ভ্যালি চিটফান্ডে আবেদনের লিংক লিস্ট ডাউনলোড

২। অ্যালকেমিস্ট গ্রুপ আবেদনের লিংকলিস্ট ডাউনলোড

৩। এমপিএস গ্রুপ আবেদনের লিংকলিস্ট ডাউনলোড

৪। পৈলান গ্রুপ আবেদনের লিংকলিস্ট ডাউনলোড

৫। ভিবজিওর গ্রুপ আসবে শীঘ্রই – Coming Soon

৬। ওয়ারিস ফাইনাল গ্রুপ আসবে শীঘ্রই – Coming Soon

মনে রাখবেন টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে কোন‌ও দালালের সাহায্য নেবেন না। সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করুন ও সময়সীমার মধ্যে আবেদন করুন।

আদালতে দেওয়া সময়সীমার মধ্যে আবেদন না করলে টাকা ফেরত পেতে অসুবিধা হতে পারে। আবেদন করার পর সব ডকুমেন্ট সংরক্ষণ করে রাখুন।‌

এছাড়া প্রতারকদের থেকে সাবধানে থাকুন ও ভবিষ্যতে কোথাও বিনিয়োগ করবার কথা মাথায় এলে আর‌ও বেশি সতর্ক হোন , আর্থিকভাবে যাচাই করুন।

আপনার টাকা আপনি ফেরত পেলে অন্যদেরকেও জানান যাতে তারাও টাকা ফেরত পায় ও কেউ কোথাও আর্থিক বিনিয়োগ করার আগে ভাবে।

আরও পড়ুন:- রোজভ্যালির টাকা ব্যাংকে দেওয়া শুরু | Rose Valley Refund Online

আরও পড়ুন:- কৃষকবন্ধুদের টাকা বাড়ানো হল, ৫৬৫০ টাকা সব কৃষকরা পাবে

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular