2002 Voter List Download West Bengal: প্রকাশিত হল পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট । আপনারা আপনাদের বুথ থেকে এই লিস্ট ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন তার লিংক নিচে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে আপনারা লিস্ট ডাউনলোড করে নিন ।
2002 Voter List Download West Bengal
২০০২ সালের লিস্ট কেন গুরুত্বপূর্ণ :-
আপনারা জানেন বিহারে ইতিমধ্যেই ভোটার ভেরিফিকেশন(SIR) শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গেও তা আগস্ট থেকে শুরু হতে চলেছে ।
ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২০০২ সালের ভোটার লিস্ট কে মান্যতা দেওয়া হবে । এর ফলে ২০০২ সালে যাদের নাম ভোটার লিস্টে ছিল তারা খুব সহজেই বর্তমানে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন।
তাদের ক্ষেত্রে কোন রকম কাগজপত্রের ঝামেলা থাকবে না। তাই এই লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা, আপনার বাবা-মা বা আত্মীয়স্বজনের নাম রয়েছে কিনা অবশ্যই চেক করে নিবেন
ELECTORAL ROLL 2002
(Voter List)
বিশেষ দ্রষ্টব্য :- এখনো সমস্ত বুথের লিস্ট আপডেট করেনি নির্বাচন কমিশন। তাই অনেকেই হয়তো নিজের বুথে লিস্ট দেখতে পাবেন না ।
তাদের উদ্দেশ্যে জানাবো আপনারা পরবর্তী সময়ে চেষ্টা করবেন নির্বাচন কমিশন পরবর্তী সময়ে প্রত্যেক বুথের লিস্ট আপলোড করবে। আপনারা তখন লিস্ট ডাউনলোড করতে পারবেন ।
এখন সব লিস্ট আপলোড হয়নি ওয়েবসাইটে , নির্বাচন কমিশন ধীরে ধীরে সব লিস্ট আপলোড করছে তাই অপেক্ষা করবেন ও পরে চেষ্টা করবেন |
আরেকটা বিষয় ২০০২ সালে আপনি যেই জেলার মধ্যে ছিলেন সেই জেলার আপনি লিস্ট দেখবেন কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে অনেক নতুন জেলা তৈরি হয়েছে সেই জেলার নাম আপনি এই লিস্টে পাবেন না তাই আপনারা ২০০২ সালে আপনার জেলার নাম যেটা ছিল সেই লিস্ট দেখবেন
আরও পড়ুন:- কৃষকবন্ধুর টাকা কবে দিবে জানালো কৃষি দপ্তর |Krishak Bandhu Taka Kobe Dibe 2025
আরও পড়ুন:- কৃষকবন্ধুদের জন্য নতুন প্রকল্প চালু, ৩২০০০ টাকা পাবে কৃষকরা
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |