Sunday, December 15, 2024
Homeটেক নিউজবাতিল হবে আধার! এটি না করলে । বড়ো নির্দেশ দিলো UIDAI

বাতিল হবে আধার! এটি না করলে । বড়ো নির্দেশ দিলো UIDAI

Aadhar Card Update: আধার কার্ড এটি হলো সকল দেশবাসীর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট । এটি ছাড়া আমরা দেশের নানান সুযোগ সুবিধা বজায় রাখতে পারি না । এটি সকল সরকারি বা বেসরকারি কাজে অত্যন্ত জরুরী ।

একটি সংবাদসংস্থার মাধ্যমে জানা গিয়েছে আধার কার্ড সম্পর্কে একটি বিশেষ নির্দেশনা দিয়েছে UIDAI। এখন আধার কার্ড একটিভ রাখতে দুটো আপডেট অবশ্যই করতে হবে সবাইকে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

SEE MORE:- Aadhaar Deactivated : আঁধার বাতিলের চিঠি বাড়িতে যাচ্ছে, আপনার আধার কার্ড বাতিল হয়েছে কিনা চেক করুন

আধার কার্ড আপডেটের (Aadhar Card Update) সময়সীমা তিন মাস বাড়ানো হয়েছে এটা আমরা সকলেই জানি আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সময় ছিল ২০২৪ এর ১৪ই মার্চ পর্যন্ত ।

তবে পরে তা আবার তিন মাসের জন্য বাড়ানো হয় তাই আগামী ১৪ জুন পর্যন্ত দেশের নাগরিকেরা বাড়িতে বসে বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট করতে পারবেন।


UIDAI কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যদি আপনার আধার কার্ড ১০ বছরেরও বেশি পুরনো হয়। তাহলে আপনাকে ১৪ জুন এই সময়ের মধ্যে আপনার আধার কার্ডটি আপডেট করাতে হবে।

যে সকল মানুষের বাসস্থানের ঠিকানা এবং হাতের ছাপ ও মুখের আদল এর পরিবর্তন হয়েছে তাদেরও আধার কার্ড টি পুনরায় আপডেট করাতে হবে।

পুরনো তথ্যগুলো আপডেট না করা হলে তথ্যগুলো ইনভ্যালিড থেকে যাবে সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষকে আধার কার্ড আপডেট করার জন্য বলা হচ্ছে।

এছাড়াও আধার কার্ডের সমস্ত তথ্যের বানান ইত্যাদি কোন ভুল থাকলেও আপডেট করে নিতে পারেন সেই সঙ্গে অবশ্যই নিজেদের ছবিও আপডেট করতে হবে

Most Popular