Wednesday, November 20, 2024
Homeপ্রকল্পআবাস যোজনায় বাড়ির নতুন আবেদন শুরু,

আবাস যোজনায় বাড়ির নতুন আবেদন শুরু,

Bangla Awas Yojana Apply: আবাস যোজনায় নাম বাদ, পাকা বাড়ির দাবিতে বিডিওর দ্বারস্থ

আবাস যোজনা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত শতাধিক দুঃস্থ পরিবার। মুরারই-২ ব্লকের আমডোল পঞ্চায়েতের উত্তর রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন,

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

মাটির বাড়িতে বসবাস করা সত্ত্বেও তাঁদের নাম নেই সার্ভের তালিকায়, কিন্তু পাকা বাড়ি রয়েছে এমন অনেকের নাম এই তালিকায় জায়গা পেয়েছে।

এই অসঙ্গতির প্রতিবাদে সরকারি পাকা বাড়ি চেয়ে বিডিও’র কাছে আবেদন জানালেন গ্রামের ১০৫জন অসহায় পরিবার। তাঁদের এই অভিযোগের কপি পাঠানো হয়েছে জেলাশাসকের কাছেও।

Bangla Awas Yojana Apply

নদীর ধারে গ্রাম এবং মাটির বাড়িতে বসবাস

পাগলা নদীর ধারে অবস্থিত এই উত্তর রামচন্দ্রপুর গ্রামের অধিকাংশ বাসিন্দাই দিনমজুর। এই গ্রামে বেশিরভাগ বাড়ি মাটির তৈরি। বর্ষার সময় ত্রিপল দিয়ে কোনওভাবে মাথা গোঁজার জায়গা তৈরি করে টিকে আছেন তাঁরা।

প্রতিবছর বর্ষার শুরুতে প্রশাসনের পক্ষ থেকে দুঃস্থ পরিবারগুলিকে ত্রিপল সরবরাহ করা হয়, যা তাঁদের জন্য একমাত্র ভরসা। কিন্তু মাটির বাড়ি থাকার কারণে বৃষ্টির দিনগুলিতে এই সব পরিবারদের চরম কষ্টের মধ্যে দিন কাটাতে হয়।

২০২২ সালের আবেদন এবং বর্তমান সার্ভে নিয়ে অসন্তোষ

২০২২ সালে এই দুঃস্থ পরিবারগুলি সরকারি পাকা বাড়ি চেয়ে আবেদন করেছিলেন। সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়ে আবাস যোজনার আওতায় নতুন সার্ভে শুরু হয়েছে এবং এই গ্রামের তালিকায় মাত্র ৪৩ জনের নাম রয়েছে।

এই তালিকা দেখে হতাশ হয়ে পড়েছেন অনেক প্রকৃত দরিদ্র মানুষ, কারণ তাঁদের নাম এই তালিকায় নেই। অথচ এমন অনেক ব্যক্তির নাম এই তালিকায় রয়েছে যাঁরা আগে থেকেই সরকারি পাকা বাড়ি পেয়েছেন এবং আর্থিকভাবে স্বচ্ছল।

আরও পড়ুন:- ২ কাঠা বিনামূল্যে জমি দিচ্ছে মুখ্যমন্ত্রী, বাড়ি তৈরির জন্য | Bangla Awas Yojana

প্রতিবাদ এবং আবেদন

জমা দেওয়া আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, যাঁরা দিনের পর দিন কষ্ট করে মাটির চালাঘরে পরিবার নিয়ে বাস করছেন, তাঁদের প্রকৃত অবস্থান জানতে এবং তাঁদের পাশে দাঁড়াতে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে নাম থাকা জনার্দন মাল, রুমু মাল, মহাদেব মাল, দয়াময় রবিদাস প্রমুখ বলেন, “আমরা দিনমজুর, আমাদের পাকা বাড়ি বানানোর সামর্থ্য নেই।

কেন্দ্র থেকে সাহায্য না এলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য অর্থ বরাদ্দ করেছেন। কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে আমরা বাদ পড়েছি। আমরা চাই, প্রশাসন আমাদের অবস্থা নিজ চোখে এসে দেখে যাক।”

সার্ভে ত্রুটি ও বিডিও’র আশ্বাস

গ্রামের বাসিন্দা দশরথ রবিদাস আরও বলেন, “আমাদের মধ্যে ১০৫জন আবেদনকারীই অত্যন্ত দরিদ্র। এই বর্ষায় আমাদের প্রায় ৭০জনকে ত্রিপল দিয়েছে প্রশাসন।

আমরা আশা করেছিলাম এবার হয়তো পাকা বাড়ির ব্যবস্থা হবে। কিন্তু তালিকায় দেখছি এমন অনেকের নাম রয়েছে যাঁদের পাকা বাড়ি রয়েছে।

প্রশাসন যদি দুঃস্থদের খুঁজে বের করে প্রকৃত তালিকা তৈরি করত, তবে এই অভিযোগের সৃষ্টি হতো না।”

এ ব্যাপারে পঞ্চায়েত প্রধান নাজিমুদ্দিন শেখ বলেন, “তালিকাটি হাতে পাওয়ার পর বিষয়টি বিডিওকে জানিয়েছি। অনেক প্রকৃত দরিদ্রের নাম এই তালিকায় নেই।

বিডিও আশ্বাস দিয়েছেন, ২১ নভেম্বর পর আরও একটি সার্ভে করা হবে, যেখানে পাকা বাড়ি ও আর্থিক সচ্ছলতা থাকা ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।”

মুরারই-২ এর বিডিও মিন্টু ঘোষাল বলেন, “সার্ভে তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট নির্দেশিকা নেই। তবে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ২১ নভেম্বর যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে।”

এখন অপেক্ষার প্রহর গুনছেন গ্রামের এই দুঃস্থ পরিবারগুলি, যেন তাঁদের পাকা ছাদের স্বপ্ন সত্যি হয়।

বাংলা আবাস যোজনা ২০২৪-এ আবেদন করার পদ্ধতি Bangla Awas Yojana Apply)

বাংলা আবাস যোজনায় আবেদন করার দুটি প্রধান পদ্ধতি রয়েছে—ব্লক অফিসে সরাসরি আবেদনপত্র জমা বা মুখ্যমন্ত্রীর হেল্পডেস্কে ফোনের মাধ্যমে আবেদন।

১) অফলাইনে আবেদন

যারা বাংলার আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে চান, তারা ব্লক উন্নয়ন অফিসে (BDO Office) আবেদনপত্র জমা দিতে পারবেন। নির্দিষ্ট কোন ফর্ম না থাকলেও সাদা কাগজে নিজের পরিচয়, ঠিকানা এবং বাড়ির প্রয়োজনীয়তার বিবরণ দিয়ে আবেদন জমা দেওয়া যেতে পারে।

জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র:

বর্তমান বাড়ির ছবি

আধার কার্ড

রেশন কার্ড

ব্যাংক পাসবুকের জেরক্স

জমির রেকর্ডের জেরক্স

আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার সার্ভেতে কি প্রশ্ন করবে, কি কাগজ লাগবে? Bangla Awas Yojana List

২) মুখ্যমন্ত্রীর হেল্পডেস্কে সরাসরি আবেদন

রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীর হেল্পডেস্কে ফোন করেও বাংলা আবাস যোজনার জন্য আবেদন করতে পারেন।

সপ্তাহের সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হেল্পডেস্ক নম্বর: ৯১৩৭০৯১৩৭০ (9137091370) এ ফোন করলে আবেদন প্রক্রিয়ার জন্য সহায়তা পাবেন।

আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার বাড়ির লিস্ট দেখুন | Bangla Awas Yojana List 2024

আরও পড়ুন:- ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কিনা চেক করুন | Bangla Shasya Bima Status Check

Most Popular