Bangla Shasya Bima Form 2025: কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর ।
ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। আপনারা সম্পূর্ণ বিনামূল্যে সেই ফর্ম জমা করে ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক একাউন্টে নিয়ে নিতে পারবেন ।
কিভাবে ফর্ম পূরণ করবেন, কি কি কাগজপত্র লাগবে, কোন কোন ফসলের আপনারা বিমা করতে পারবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব।
Bangla Shasya Bima Form 2025
বর্তমানে কোন সিজনের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে:-
বর্তমানে রবি ২০২৪-২৫ মরসুমের বাংলা শস্য বীমা প্রকল্পের ফরম জমা নেওয়া শুরু হয়েছে।
কোন কোন ফসলের বিমা করতে পারবেন:-
আলু, বোরো ধান, গম ,সর্ষে, ছোলা, খেসারি, মুসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম, আখ এই সকল ফসলের বিমা আপনারা করতে পারবেন।
আরও পড়ুন:- সবাই পাবে বাড়ি তৈরির টাকা, নতুন নিয়ম চালু | Bangla Awas Yojana
বীমা করার জন্য কি কি কাগজপত্র লাগছে:–
১) কৃষকের ভোটার কার্ডের
২) আধার কার্ডের জেরক্স
৩) ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স
৪) জমির রেকর্ডের জেরক্স
ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট:-
২০২৫ সালের ৩১ শে জানুয়ারির মধ্যে আপনাদেরকে ফর্ম জমা করতে হবে
ফর্ম কোথায় পাবেন:-
অফিসিয়াল ফর্ম আপনারা কৃষি অফিসে, গ্রাম পঞ্চায়েতে, কিষাণ মান্ডিতে এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেয়ে যেতে পারবেন ।
এছাড়াও আপনারা যদি ফর্ম ডাউনলোড করতে চান তাহলে এই প্রতিবেদনের নিচে ডাউনলোড লিংক রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
ফ্রম কোথায় জমা দেবেন :-
আপনারা সঠিকভাবে ফর্ম পূরণ করার পর আপনাদের আবেদন কৃষি অফিসে বা কৃষাণ মান্ডিতে বা গ্রাম পঞ্চায়েতে বা দুয়ার সরকার ক্যাম্পে ফর্ম জমা করতে পারেন |
ফর্ম ডাউনলোড করার লিংক (Bangla Shasya Bima Form 2025) :- CLICK HERE
Official Website: CLICK HERE
আরও পড়ুন:- ১০০০ বদলে ১৮০০ টাকা দিবে, ভাতার টাকা বাড়ানো হল
আরও পড়ুন:- মুখ্যমন্ত্রী মমতা ৫০০০, ১০০০০ টাকা দিচ্ছে । নতুন প্রকল্প চালু : Wb New Scheme 2024