Bangla Shasya Bima Payment: কৃষিমন্ত্রীর শস্যবিমা বৈঠক, কৃষকদের কবে টাকা ঢুকবে দেখুন
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতে রাজ্যের কৃষক সমাজে দেখা দিয়েছে গভীর সংকট। প্রায় ৬০ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে খবর।
Bangla Shasya Bima Payment
এই বিষয়ে কৃষকদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং অন্যান্য সহায়তা নিশ্চিত করতে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা, বিভিন্ন কৃষি আধিকারিক, সমবায় ব্যাঙ্কের প্রতিনিধি, এবং বিমা সংস্থার অধিকর্তারা।
মন্ত্রী পর্যালোচনা বৈঠকে স্পষ্ট করে নির্দেশ দেন যে, কোনও গাফিলতি সহ্য করা হবে না এবং কৃষকদের যত দ্রুত সম্ভব ক্ষতিপূরণ প্রদানে সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্যোগী হতে হবে।
আরও পড়ুন:- ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কিনা চেক করুন | Bangla Shasya Bima Status Check
তিনি বলেন, যেকোনো রকম বিলম্ব বা অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং শস্যবিমা প্রকল্পের আওতায় আসা সংস্থাগুলিকে কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে বলা হয়েছে।
সারের কালোবাজারি রুখতে পদক্ষেপ :-
সার সংক্রান্ত সমস্যার ব্যাপারে মন্ত্রী জানান যে, সারের সঙ্গে অন্য কোনও দ্রব্য কিনতে বাধ্য করা যাবে না। তিনি বলেন, কোনও কৃষক সারের সঙ্গে বাধ্যতামূলকভাবে কীটনাশক বা অন্য দ্রব্য কিনতে বাধ্য হলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, পস মেশিন ছাড়া সার বিক্রয়ও নিষিদ্ধ থাকবে।
কালোবাজারি রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোনও অঞ্চলে কালোবাজারির অভিযোগ প্রমাণিত হলে, সেই অঞ্চলের কৃষি দপ্তরের আধিকারিকদের সরাসরি দায়ী করা হবে। কৃষিমন্ত্রী এ বিষয়ে আরও কঠোরভাবে নজরদারির নির্দেশ দিয়েছেন।
শস্য বীমার দুয়ারে ক্যাম্প শুরু :-
এবার প্রত্যন্ত এলাকার চাষিদের জন্য পঞ্চায়েত অফিস ছাড়াও স্কুল ও কমিউনিটি হলে ক্যাম্প করার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে চাষিরা সহজেই ক্যাম্পে পৌঁছাতে পারেন।
কবে ক্ষতিপূরণের টাকা ব্যাংকে দেবে (Bangla Shasya Bima Payment) ?
ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য বাংলা শস্য বীমা প্রকল্পে ফর্ম জমা করতে হবে। বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন চলবে ৩০শে নভেম্বর পর্যন্ত সুতরাং ৩০ শে নভেম্বর পর্যন্ত ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে না ।
আবেদন জমা করার পর সেইগুলি ভেরিফিকেশন করার পর অ্যাপ্রুভ করবে বীমা কোম্পানি এবং কৃষি দপ্তর । তারপর আপনারা ব্যাংক একাউন্টে ক্ষতিপূরণের টাকা পাবেন।
ক্ষতিপূরণের টাকা কৃষকরা ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে জানুয়ারি ২০২৫ সালের শুরুর দিকে ব্যাংকে পেয়ে যাবেন
বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:- এখানে ক্লিক করুন (CLICK HERE)
Bangla Shasya Bima Apply Form 2024 Pdf :- CLICK HERE
Official Website :- CLICK HARE
আরও পড়ুন:- সব কৃষকবন্ধুরা ফসলের টাকা পাবে, বড়ো ঘোষণা মমতার | Bangla Shasya Bima Form Fill Up 2024
আরও পড়ুন:- ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি কত পাবেন চেক করুন | Bangla Sasya Bima
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |