Tuesday, November 12, 2024
Homeকৃষক সংক্রান্তসব কৃষকরা ক্ষতিপূরণের টাকা পাবে, কবে টাকা ঢুকবে দেখুন

সব কৃষকরা ক্ষতিপূরণের টাকা পাবে, কবে টাকা ঢুকবে দেখুন

Bangla Shasya Bima Payment: সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারী বৃষ্টির ফলে রাজ্যের বেশ কিছু জায়গায় বন্যা হয়েছিল।

আর এই বন্যার ফলে বিভিন্ন জমি তে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ক্ষয়ক্ষতি হবার ফলে চাষীরা চরম দুর্ভোগের শিকার হয়।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Bangla Shasya Bima Payment

এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন যে কৃষকদের চাষের ক্ষতির জন্য শস্যবিমা দেওয়া হবে। এখন সেই শস্য বীমার আবেদন পত্র গ্রহণের কাজ চলছে।

ইতিমধ্যে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে একজন কৃষকও যেন এই শস্য বিমার টাকা পাওয়া থেকে বঞ্চিত না হয়। সেই ব্যাপারে এবার শস্য বীমার জন্য কৃষকদের নামের তালিকা তৈরীর উপর জোর দেওয়া হয়েছে।

৪ঠা নভেম্বর বিকেলে হাওড়ার উলুবেরিয়া ১ নম্বর বিডিও অফিসে আধিকারিকদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে  সামিল হন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। 

ওই বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে শিবির করে এই শস্য বীমার জন্য কৃষকদের কাছ থেকে আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে।

হাওড়া জেলাতেই এই শস্য বীমার জন্য কৃষকদের আবেদনের সংখ্যা হল ১ লক্ষ ২১ হাজারের বেশি। অন্যান্য জেলাতে কাজ ভালো হচ্ছে।  এই বিষয়ে তিনি বিভিন্ন জেলাতে পরিদর্শনে যাবেন।

আরও পড়ুন:- ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি কত পাবেন চেক করুন | Bangla Sasya Bima

এই শস্য বীমার আবেদনের শেষ সময়সীমা ছিল ৩১ শে অক্টোবর। কিন্তু সেই সময় বর্ধিত করে ৩০ শে নভেম্বর করা হয়েছে।

কৃষিমন্ত্রীর পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় সহ কৃষি দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা, জেলাশাসক পি দীপাপপ্রিয়া প্রমুখরা।

দানার কারণে বৃষ্টির প্রভাবে রাজ্যের প্রায় ৯ টি জেলায় প্রায় ১ লক্ষ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এরমধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতে ২০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

২০ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন হয়েছিল। তার মধ্যে ১৭ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছিল। ৩০০০ হেক্টর জমিতে পান, ফুল,সবজি চাষ করা হয়েছিল যা এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কবে ফসলের ক্ষতিপূরণের টাকা দিবে:-

বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে সমস্ত কৃষকদের টাকা দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

একজন কৃষকও ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সতর্ক রয়েছে কৃষি দপ্তর । বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদনের সময়সীমা একমাস বাড়িয়ে করা হয়েছে ৩০ শে নভেম্বর পর্যন্ত সুতরাং ৩০শে নভেম্বর পর্যন্ত সমস্ত কৃষকরা ফসলের বীমা করতে পারবে।

৩০ নভেম্বরের পর আবেদন খতিয়ে দেখে এপ্রুভেল দেওয়া হবে। তারপর ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহ থেকে বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা কৃষকদের একাউন্টে পাঠানো শুরু হবে

বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:-  এখানে ক্লিক করুন (CLICK HERE)

Bangla Shasya Bima Apply Form 2024 Pdf :- CLICK HERE

Official Website :- CLICK HARE

আরও পড়ুন:- সব কৃষকবন্ধুরা ফসলের টাকা পাবে, বড়ো ঘোষণা মমতার | Bangla Shasya Bima Form Fill Up 2024

আরও পড়ুন:- কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

Most Popular