Wednesday, November 20, 2024
Homeকৃষক সংক্রান্তসুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংকে দেওয়া শুরু হল

সুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংকে দেওয়া শুরু হল

Bangla Shasya Bima Payment: কৃষকবন্ধুদের জন্য খুবই খুশির খবর | ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক একাউন্টে দেওয়া শুরু হলো ।

বর্তমানে কোন কৃষকরা টাকা পাচ্ছে? কত টাকা করে পাচ্ছে? যাদের টাকা ঢোকেনি কবে ঢুকবে? বিস্তারিত আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রথমে আপনাদেরকে টাকা ঢোকার প্রমাণ দেখিয়ে দিচ্ছি (টাকা ঢোকার প্রমাণ) :-


এই কৃষকটির দেখতেই পাচ্ছেন ২১০৮ টাকা ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক একাউন্টে ঢুকেছে এবং লেখা রয়েছে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্সুরেন্স (Bajaj Allianz General Insurance) অর্থাৎ

এই টাকাটি বাংলা শস্য বীমা প্রকল্পের বীমা কোম্পানির দ্বারা কৃষকটির ব্যাংক একাউন্টে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন:- কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

কোন কৃষকদের এই টাকা ঢুকছে (Bangla Shasya Bima Payment) ?

বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন খারিফ সিজনের ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে।

যে সকল কৃষকরা প্রথমের দিকে বাংলা শস্য বিমা প্রকল্পের ফর্ম জমা করেছিল, যাদের আবেদন Approved হয়ে গিয়েছিল এবং যে সকল কৃষকদের বন্যা বা অতি বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছিল তাদের বর্তমানে টাকা ঢুকছে ।

এখন কাদের টাকা ঢুকছেনা:-

বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন নেওয়া চলছে । আবেদনের শেষ সময় ৩০ শে নভেম্বর ২০২৪ পর্যন্ত। যে সকল কৃষকরা শেষের দিকে শস্য বিমার ফর্ম জমা করেছেন এবং যে সকল কৃষকদের ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে,

সেই সকল কৃষকের বর্তমানে ক্ষতিপূরণ নির্ণয়ের কাজ চলছে সেই সকল কৃষকদের এখন টাকা দেওয়া হচ্ছে না ।তাদের পরবর্তী সময়ে টাকা দেওয়া হবে।

যাদের টাকা ঢুকেনি কবে টাকা দেওয়া হবে?

১২ ই নভেম্বর ২০২৪ তারিখ থেকে বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়েছে । এই টাকা দেওয়া চলবে ধাপে ধাপে ।

যে সকল কৃষকদের ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সকল কৃষকদের টাকা ডিসেম্বর মাসের শেষের দিকে দেওয়া শুরু হবে ।

এছাড়াও যে সকল কৃষকদের অতিবৃষ্টি বা বন্যার কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল তাদের টাকাও নভেম্বর মাস থেকে ধাপে ধাপে দেওয়া শুরু হয়েছে

বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:-  এখানে ক্লিক করুন (CLICK HERE)

Bangla Shasya Bima Apply Form 2024 Pdf :- CLICK HERE

Official Website :- CLICK HARE

আরও পড়ুন:- সব কৃষকবন্ধুরা ফসলের টাকা পাবে, বড়ো ঘোষণা মমতার | Bangla Shasya Bima Form Fill Up 2024

আরও পড়ুন:- ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কিনা চেক করুন | Bangla Shasya Bima Status Check

Most Popular