Friday, December 13, 2024
Homeটেক নিউজব্যাংকে টাকা জমা রাখার নতুন নিয়ম চালু | Bank New Rules 2024

ব্যাংকে টাকা জমা রাখার নতুন নিয়ম চালু | Bank New Rules 2024

Bank New Rules 2024: আমাদের প্রতিটি মানুষেরই ব্যাংক বা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে।

ব্যাংকের গ্রাহকদের ক্ষেত্রে এবার নতুন নিয়ম কিছু আরোপ হতে চলেছে। তবে সব ব্যাংকের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় স্টেট ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের এই নিয়ম মানতে হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

যদি কোনো গ্রাহক এই নিয়ম না মানেন তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় পর্যন্ত হয়ে যেতে পারে।

গত বছর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ভারতের বৃহত্তম ব্যাংকগুলির জন্য এক বিশেষ নিয়ম চালু করেছে।

এই নিয়মের জন্য গ্রাহকদের এই বিশেষ ব্যাংকগুলিতে টাকা জমা করতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হবে (Bank New Rules 2024)।

আরও পড়ুন :- ব্যাংকের নতুন নিয়ম চালু হচ্ছে , না জানলে বিপদে পড়বেন | Banking Laws Amendment Bill 2024

স্টেট ব্যাংকে (State Bank Of India) টাকা জমা করতে গেলে যে গ্রাহকদের প্যান কার্ড নেই তারা একদিনের সর্বাধিক ৪৯ হাজার ৯৯৯ টাকা জমা করতে পারবেন।

কিন্তু যাদের প্যান কার্ড (Pan Card) রয়েছে তারা দুই লক্ষ টাকা পর্যন্ত নিজের অ্যাকাউন্টে জমা করতে পারবেন।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Union Bank Of India) গ্রাহকদের ক্ষেত্রে একই নিয়ম মেনে চলতে হবে। সেখানে কোনো গ্রাহকের প্যান কার্ড না থাকলে ৪৯ হাজার ৯৯৯ টাকা জমা দিতে পারবেন।

অপরদিকে প্যান কার্ড থাকলে ২ লক্ষ টাকা পর্যন্ত নিজের অ্যাকাউন্টে জমা দিতে পারবেন।

অপরদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) গ্রাহকরা  বিনা প্যান কার্ডে দৈনিক ৪৯ হাজার ৯৯৯ টাকা জমা করতে পারবেন আর যাদের প্যান কার্ড আছে তারা দুই লক্ষ টাকা জমা করার সুযোগ পাবেন।

আরও পড়ুন :- মাসে ৩০০০ টাকা ভাতা সব কৃষকদের দিচ্ছে | অনলাইনে আবেদন করুন | PM Kisan Mandhan Yojana

আরও পড়ুন :- ১০০০০ টাকা পুজোর উপহার দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা, কিভাবে পাবেন দেখুন

Most Popular