Bdo Office Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের BCW এর দপ্তরে বিডিও অফিসে চাকরির সুযোগ। দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর।
পশ্চিমবঙ্গের BCW এর দপ্তরে বিডিও অফিসে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে Additional Inspector স্টাফ নিয়োগ করা হবে। সকল যোগ্য বেকার যুবক যুবতীরা এই পদে (BCW Job Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।
আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।
নোটিশ নাম্বার :- 1004/BCW/CB
নিয়োগ সংস্থা: ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট
পোস্টের নামঃ Additional Inspector। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।
বয়সসীমাঃ যে সকল প্রার্থীদের বয়স ৬৪ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য।
যোগ্যতাঃ অবসরপ্রাপ্ত সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই পদে (BCW Job Recruitment 2024) আবেদন করতে অবশ্যই কম্পিউটার বিষয়ে জ্ঞান সম্পন্ন হতে হবে।
এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
বেতনঃ
এই পদে (BCW Job Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ১২,০০০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।
আরও পড়ুন :- ICDS এর মতো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো, এক্ষুনি আবেদন করুন | Icds Recruitment 2024
আবেদনের জন্য কি কি কাগজ প্রয়োজন :
1) বার্থ সার্টিফিকেট
2) ভোটার বা প্যান কার্ড
3) PPO Copy
4) কম্পিউটার সার্টিফিকেট
5) এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
6) শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র
এছাড়া নোটিশে উল্লেখিত সবকিছু
আবেদন ফি:
এই পদে (BCW Job Recruitment 2024) আবেদন করতে আবেদন ফি লাগবে না। বিনামূল্যে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি (Bdo Office Recruitment 2024):-
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিক ভাবে ফিলাপ করে নিন।
ফর্মের সাথে উপরে উল্লেখিত কাগজগুলো সবকিছু একসাথে সঠিক ঠিকানায় পোস্ট কুরিয়ার বা ড্রপবক্সের দ্বারা পৌঁছে দিন। নোটিশটি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা: District Welfare Officer, Backward Classes Welfare, Ground floor of Kalyan
Bhawan, Cooch Behar
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন।
অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।
আবেদন শুরু: ইতিমধ্যে আবেদন করা শুরু হয়ে গেছে।
আবেদন শেষঃ যা চলবে আগামী ২৩/০৮/২০২৪ তারিখ পর্যন্ত।
নোটিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE
ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:- CLICK HERE
আরও পড়ুন :- বাংলা শস্য বীমা ফর্ম ফিলাপ শুরু | ফর্ম ডাউনলোড করুন | Bsb Form 2024 Pdf
আরও পড়ুন :- ইন্টারভিউ এর মাধ্যমে BDO অফিসে সুপারভাইজার নিয়োগ, বেতন মাসে ১০ হাজার টাকা
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |