Thursday, December 12, 2024
HomeচাকরিICDS এর মতো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো, এক্ষুনি আবেদন করুন |...

ICDS এর মতো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো, এক্ষুনি আবেদন করুন | Icds Recruitment 2024

Icds Recruitment 2024: পশ্চিমবঙ্গের সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে চাকরির সুযোগ। দীর্ঘদিন ধরে যে সকল মহিলা প্রার্থী যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর।

পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে মহিলা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই জেলার অন্তর্গত সকল মহিলারা আবেদনের জন্য যোগ্য। এখানে বিভিন্ন পদে মহিলা কর্মী নিয়োগ করা হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

পোস্টের নামঃ কোনো একটি নির্দিষ্ট পদে নিয়োগ হচ্ছে না এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেমন – Multipurpose Staff, Cook ইত্যাদি। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

পদের নাম: Cook

বয়সসীমাঃ

যে সকল প্রার্থীদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে তারাই এই পদে আবেদনের যোগ্য।

যোগ্যতাঃ

মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন জানাতে পারবে। অবশ্যই কাজের অভিজ্ঞতা ও এই পদ বিষয়ে জ্ঞান থাকতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বেতনঃ

এই Cook পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ৮,০০০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।

পদের নাম: Multipurpose Staff

বয়সসীমাঃ

যে সকল প্রার্থীদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে তারাই এই পদে আবেদনের যোগ্য।

যোগ্যতাঃ

নূন্যতম শিক্ষা যোগ্যতা সম্পন্ন হতে হবে। অবশ্যই কাজের অভিজ্ঞতা ও এই কাজ বিষয়ে জ্ঞান থাকতে হবে।

বেতনঃ

এই Multipurpose Staff পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ১২,০০০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা ৫০০০, ১০০০০ টাকা দিচ্ছে । নতুন প্রকল্প চালু : Wb New Scheme 2024

আবেদন ফি:

প্রার্থীদের আবেদন করতে আবেদন ফি লাগবে না। বিনামূল্যে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি (Icds Recruitment 2024):-

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিক ভাবে ফিলাপ করে নিন।

নোটিশে উল্লেখিত সবকিছু ডকুমেন্টস সহ সঠিক ঠিকানায় পোস্ট কুরিয়ার বা ড্রপবক্সের দ্বারা পৌঁছে দিন। নোটিশটি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

Association for Social Health in India Birbhum Branch (WB), Pusparag Niketan, Rampurhat, Nischintapur, Birbhum, Pin- 731224
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু: ইতিমধ্যে আবেদন জমা করা শুরু হয়ে গেছে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ৩১/০৮/২০২৪ তারিখ পর্যন্ত।

নোটিফিকেশন ডাউনলোড লিংক:- CLICK HERE

FORM DOWNLODE LINK:- CLICK HERE

OFFICIAL WEBSITE:- CLICK HERE

আরও পড়ুন: ৩২৬৫৯ শূন্যপদে ICDS নিয়োগ কোন কোন জেলায় হচ্ছে | Wb Icds Recruitment 2024

আরও পড়ুন: ২৬২৯ শূন্যপদে SSC মাধ্যমে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন শুরু হচ্ছে | OSSSC Job Recruitment 2024

Most Popular