Best Card For Goverment: কেন্দ্র ও রাজ্য সরকার ভারতবাসীদের বিভিন্ন পরিচয় পত্র এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার্থে কয়েক বছর ধরে বেশ কয়েকটি কার্ডের উদ্ভাবন ঘটিয়েছে।
এই কার্ড গুলির মধ্যে অন্যতম হল আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (PAN Card), ই-সঞ্জীবনী কার্ড (eSanjeevani Card), স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card)। এবার এই আর্টিকেলের মাধ্যমে এই কার্ডগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব।
1) আধার কার্ড (Aadhaar Card) –
আধার কার্ড হলো একজন ভারতবাসীর অনন্য পরিচয় পত্র। এই আধার কার্ডের মধ্যে বিদ্যমান রয়েছে একজন মানুষের আঙ্গুলের ছাপ, চোখের রেটিনার তথ্য সহ বিভিন্ন তথ্য।
বাচ্চাকে স্কুলে ভর্তি করা থেকে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, জন্ম সার্টিফিকেট, মৃত্যুর সার্টিফিকেট প্রভৃতি তৈরির জন্য এই আধার কার্ডের প্রয়োজন অবিস্মরণীয়।
OFFICIAL WEBSITE: CLICK HERE
2) প্যান কার্ড (Pan Card)-
আধার কার্ডের মত প্যান কার্ড আবশ্যিক কোনো বিষয় নয়। এই কার্ডটি যে সকলের থাকতেই হবে তেমন বাধ্যতামূলক এখনো কেন্দ্র সরকার করেনি।
তবে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বলুন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের গুরুত্ব রয়েছে। একজন মানুষ সারা জীবন কত টাকার আর্থিক লেনদেন করছে তার তথ্য জানতে পারে এই প্যান কার্ডের মাধ্যমে।
আরও পড়ুন :- বাংলা শস্য বীমা ফর্ম ফিলাপ শুরু | ফর্ম ডাউনলোড করুন | Bsb Form 2024 Pdf
তাই এই টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এই প্যান কার্ড তৈরি করাটা মানুষের প্রয়োজন রয়েছে। প্যান কার্ডের আরেকটি প্রয়োজন হল ট্যাক্স রিটার্ন ফাইল করা।
সরকারকে আয়কর জমা দেওয়ার সময় এই প্যান কার্ডের ব্যবহার বাধ্যতামূলক। তাই যে সকল ব্যক্তি ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত আছেন এবং ব্যাংকে আর্থিক লেনদেন বেশি করে থাকেন তাদের ক্ষেত্রে প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক।
OFFICIAL WEBSITE: CLICK HERE
3) ই-সঞ্জীবনী কার্ড (eSanjeevani Card)-
ডিজিটাল স্বাস্থ্যপরিসেবা দেওয়ার জন্য ই সঞ্জীবনী কার্ড ব্যবহৃত হয়। এই কার্ড থাকলে আপনি ঘরে বসেই আপনার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন।
যদি কারোর এই কার্ডটি এখনো করা না থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই কার্ডটি তৈরি করে নিজের স্বাস্থ্য পরিষেবাটি বিনামূল্যে ব্যবহার করুন।
OFFICIAL WEBSITE: CLICK HERE
4) স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card)-
পশ্চিমবঙ্গ সরকার যে প্রকল্পগুলি চালু করেছে রাজ্যবাসীদের জন্য তার মধ্যে অন্যতম হল এই স্বাস্থ্যসাথী প্রকল্প। এই কার্ডের মাধ্যমে একটি পরিবার বছরের ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে।
অর্থাৎ এই কার্ডটি দেখিয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যপরিসেবা বিনামূল্যে পাওয়া যাবে। এটিকে অনেকেই সরকারি স্বাস্থ্য বীমা ও বলে থাকেন।
OFFICIAL WEBSITE: CLICK HERE
আরও পড়ুন :- মাসে ৩০০০ টাকা ভাতা সব কৃষকদের দিচ্ছে | অনলাইনে আবেদন করুন
আরও পড়ুন :- কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe