Block Office Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর । সংশ্লিষ্ট জেলার ব্লক অফিসে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
কিভাবে সেই শূন্য পদে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বেতন কত পাবেন, বয়স কত প্রয়োজন, নোটিশ কিভাবে ডাউনলোড করবেন, ফর্ম কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো
নোটিশ নাম্বার:- 598/Genl./Health/BPC/2024
শূন্যপদের নাম:- ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (Block Programme Coordinator)
শিক্ষাগত যোগ্যতা:-
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের স্নাতকোত্তর পাস হতে হবে নির্দিষ্ট বিষয়ে অথবা স্নাতক পাস সহ স্বাস্থ্য বিভাগে ন্যূনতম দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:-
এই চাকরিতে মাসে ১৫০০০ টাকা বেতন দেওয়া হবে।এছাড়াও সরকারী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
বয়স:-
চাকরিপ্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে । বয়স হিসেব করা হবে ১লা জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি দের বয়সে ছাড় দেয়া হবে।
SEE MORE:- ICDS রেজাল্ট প্রকাশিত হলো, নতুন নিয়োগ শুরু হলো | Icds Recruitment 2024
কিভাবে আবেদন করবেন (Block Office Recruitment 2024):-
চাকরিপ্রার্থীদের এই শূন্য পদে আবেদন করার জন্য অফলাইনে ফর্ম জমা করতে হবে। আমাদের এই প্রতিবেদনের নিচেই From ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে ফর্ম ডাউনলোড করে তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে দিয়ে স্পিড পোস্টের মাধ্যমে নিচের দেওয়া ঠিকানাই আবেদন পাঠাতে হবে
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-
The Sub-Divisional Officer & Member Secretary, Islampur Sub Division AT: Islampur, P.O.: Islampur, Dist.: Uttar Dinajpur, Pin: 733202
কিছু গুরুত্বপূর্ণ তারিখ:-
এই শূন্য পদে আবেদন করার শেষ তারিখ ২৩ আগস্ট ২০২৪
নোটিশ ডাউনলোড করার লিংক:- CLICK HERE
ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:- CLICK HERE
অফিশিয়াল ওয়েবসাইট :- CLICK HERE
SEE MORE:- মুখ্যমন্ত্রী মমতা ৫০০০, ১০০০০ টাকা দিচ্ছে । নতুন প্রকল্প চালু : Wb New Scheme 2024
SEE MORE:- আধার কার্ডের আফিসে কর্মী নিয়োগ শুরু | Aadhar Card Recruitment 2024
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |