Thursday, December 12, 2024
Homeটেক নিউজবৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার নতুন লিস্ট । মোবাইল থেকে এইভাবে...

বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার নতুন লিস্ট । মোবাইল থেকে এইভাবে ডাউনলোড করুন

Bridha Vata Status Check:আপনারা অনেকেই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পে অথবা পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে অথবা পৌরসভা তে আবেদন করেছেন ।

কিন্তু এখনো আপনারা টাকা পাচ্ছেন না, আপনাদের আবেদন কি পর্যায়ে রয়েছে? আবেদনটি রিজেক্ট হলো কিনা বা এপ্রুভ হল কিনা? লিস্টে আপনাদের নাম উঠলো কিনা? সমস্ত কিছু এবার আপনারা অনলাইনে হাতে থাকা মোবাইল থেকেই চেক করে নিতে পারবেন ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনার গ্রামে কারা কারা টাকা পাচ্ছে, লাস্ট কবে টাকা পেয়েছেন সবকিছুই এখন হাতের মুঠোয় চেক করা যাবে। আজকের প্রতিবেদনে আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো

কত টাকা দিবে?

বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রত্যেক উপভোক্তা কে প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হয় ,এই ১০০০ টাকার মধ্যে কিছু অংশ রাজ্য সরকার দেয় কিছু অংশ কেন্দ্র সরকার দিয়ে থাকে ।

আরও পড়ুনঃ Pm kisan 16 Installment Date 2024 : পিএম কিষানের টাকা কবে দিবে?

কবে টাকা পাবেন?

যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে পঞ্চায়েতে, পৌরসভা তে ফ্রম জমা করেছেন ।আপনাদের আবেদন যাচাই করার পর অনলাইনে আমাদের সমস্ত তথ্য বেনি ফিসারি লিস্টে তোলা হলে তারপর আপনারা টাকা পাবেন,

তবে যারা নতুন আবেদন করছে তাদের নাম গুলো এখনো বেশিরভাগই বেনি ফিসারি লিস্টে তোলা হচ্ছে না কারণ বর্তমানে সরকারের কাছে নির্দিষ্ট কোঠা অর্থাৎ শূন্যপদ নেই সেই কারণে নতুনদেরকে এই ভাতার টাকাগুলো দেওয়া যাচ্ছে না, তবে ধাপে ধাপে শূন্যস্থানে উপভোক্তা দেরকে ঢুকিয়ে অল্প অল্প করে নতুনদের টাকা ছাড়া হচ্ছে।

বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্টেটাস চেক কিভাবে করবেন (Bridha Vata Status Check) :-

আপনাদের নাম লিস্টে উঠেছে কিনা কিভাবে চেক করবেন-

  1. গুগলে গিয়ে সার্চ করুন nsap.nic.in
  2. তারপর State Deshboard New অপশনে ক্লিক করুন ( সরাসরি এই ওয়েবসাইটের লিংক প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে )
  3. তারপর আপনার রাজ্যের নাম, প্রকল্পের নাম, এরিয়া, ক্যাপচা কোড বসিয়ে সাবমিট করতে হবে । প্রকল্পে ক্লিক করলে ৫ টি অপশন পাবেন – All centre schemes, IGNOAPS (বৃদ্ধ ভাতা) , IGNDPS (প্রতিবন্ধী ভাতা), IGNWPS (বিধবা ভাতা) , NFBS )
  4. তারপর আপনার সামনে আপনার রাজ্যের সমস্ত জেলার নাম চলে আসবে, আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নিবেন
  5. তারপর আপনার জেলার মধ্যে সমস্ত ব্লক/ মিউনিসিপালিটি লিস্ট চলে আসবে , আপনি আপনার ব্লক বা পৌরসভার নাম সিলেক্ট করবেন
  6. এরপর ওই ব্লক বা মিউনিসিপালিটির মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভার ওয়ার্ড নাম্বার দেখিয়ে দেবে, আপনি আপনার টি সিলেক্ট করবেন
  7. তাহলে আপনি আপনার গ্রামের বা ওয়ার্ডের কারা প্রকল্পের টাকা পাচ্ছে সমস্ত লিস্ট দেখতে পেয়ে যাবেন
Bridha Vata Status Check
Step 1
Bridha Vata
Step 2
Bridha Vata list
Step 3
Bridha Vata
Step 4

স্টেটাস চেক করার লিঙ্ক:- Click Here

ওয়েবসাইট লিংক:- Click Here

আরও পড়ুনঃ Ram Mandir Prasad: রাম মন্দির প্রসাদ ফ্রিতে অনলাইন আবেদন

Most Popular