Sunday, December 15, 2024
HomeUncategorized২৮৬২ টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু | Bsk Recruitment...

২৮৬২ টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু | Bsk Recruitment 2024

Bsk Recruitment 2024: সরকার নানান জনমুখী প্রকল্প জনসাধারণের জন্য চালু করেছে। জনসাধারণের সরকারের নানান সার্ভিস পেতে অনলাইনে আবেদন করতে হয়।

বর্তমান ডিজিটাল যুগেও গ্রামের অনেক প্রান্তিক মানুষ রয়েছেন যারা অনলাইনে কাজকর্ম সম্পর্কে বেশি জানেন না , এর ফলে সরকারের নানান সুযোগ সুবিধা পাওয়ার জন্য অন্যের উপর ভরসা করতে হয় অনেক মানুষকে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

সাধারণ মানুষের এই দুর্দশা কমানোর জন্য সরকারের তরফ থেকে ব্লকে ব্লকে বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra) খোলা হয়েছে | যেই কেন্দ্রে সাধারণ মানুষ গিয়ে সরকারি নানান সুযোগ-সুবিধার আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে নিতে পারবেন ।


এবার সেই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু হয়েছে । নতুন করে ১৪৩১ টি বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে । এর জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। যে সকল অনলাইন সরঞ্জাম প্রয়োজন সেগুলি আগেই পৌঁছে গিয়েছে জেলায় জেলায় ।

বর্তমানে রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে । বর্তমানে আরো সাধারণ মানুষকে বেশি বেশি পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই বাংলা সহায়তা কেন্দ্রের নতুন শাখা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।


এখন থেকে পৌরসভার সম্পত্তি কর বিএসকের মাধ্যমে জমা দিতে পারবেন বাসিন্দারা। তাদের পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করাতে হবে না। এছাড়াও সরকারের নানান সুযোগ সুবিধা, বিভিন্ন প্রকল্পের আবেদন সমস্ত কিছুই এই বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষ করাতে পারে।

আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো এই বাংলা সহায়তা কেন্দ্রে কিভাবে আবেদন করতে হয়, শূন্য পদের সংখ্যা, যোগ্যতা, বেতন প্রভৃতি সম্পর্কে ।

পদের নাম :- বাংলা সহায়তা কেন্দ্র ( Bangla Sahayata Kendra)

মোট শূন্যপদ:-

জেলা অনুযায়ী যে তালিকা পাঠানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে ১৪৩১ টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হবে, প্রতিটি কেন্দ্রে দুজন করে কর্মচারী থাকলে মোট ২৮৬২ জন কর্মী নিয়োগ হবে।

তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ১৫৯ টি, এই জেলাতেই সব থেকে বেশি নিয়োগ হবে । এছাড়াও পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় একশোর বেশি নতুন বিএসকে চালু হবে এবং অন্যান্য জেলাতেও কম বেশি শূন্য পদে নিয়োগ হবে

আরও পড়ুন :- কলকাতা হাইকোর্টে স্থায়ী কর্মী নিয়োগ, অনলাইন আবেদন করুন। High Court Recruitment 2024

বেতন:- মাসিক ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে

শিক্ষাগত যোগ্যতা:-

বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

কিভাবে নিয়োগ করা হবে (Bsk Recruitment 2024) :-

প্রথমে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর কম্পিউটার টেস্ট হবে এবং সর্বশেষ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে । অনেক সময় বাংলা সহায়তা কেন্দ্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেও নিয়োগ করা হয় ।ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে ওয়েবেল টেকনোলজি লিমিটেড (Webel Technology Limited)

বাংলা সহায়িকা কেন্দ্রে আবেদন পদ্ধতি:-

বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে | সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে ওয়েবেল টেকনোলজি লিমিটেড ।

চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে হবে । বর্তমানে এখনো অনলাইন আবেদন শুরু হয়নি , খুব শীঘ্রই আবেদন নেওয়া শুরু হবে । যখনই অনলাইনে আবেদন শুরু হবে সেই লিংক আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেবো বা পরবর্তী নতুন প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো।

নোটিস ডাউনলোড করার লিংক :- CLICK HERE (COMING SOON)

অনলাইনে আবেদন করার লিংক :- CLICK HERE ( COMING SOON)

আরও পড়ুন :- ৩২৬৫৯ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন : Icds Recruitment 2024

আরও পড়ুন :- Asha Kormi Recruitment 2024: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে, ফর্ম জমা করুন

Most Popular