Wednesday, December 11, 2024
Homeচাকরিকেন্দ্র সরকারের চাকরিরাজ্যের জেলায় জেলায় কানাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগ| Canara Bank Recruitment 2024

রাজ্যের জেলায় জেলায় কানাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগ| Canara Bank Recruitment 2024

Canara Bank Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের কানাড়া ব্যাঙ্কে চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কানাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এখানে Apprentice পদে স্টাফ নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে (Canara Bank Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।

আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

নিয়োগ সংস্থা: কানাড়া ব্যাঙ্ক (Canara Bank)

পোস্টের নামঃ Apprentice। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

মোট শুন্যপদঃ গোটা দেশে ৩০০০ জন কর্মীকে নিয়োগ করা হবে। এখানে অর্থাৎ রাজ্যে ১১০ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।

  • UR ৪৫ জন
  • SC ২৫ জন
  • OBC ২৪ জন
  • EWS ১১ জন
  • ST ৫ জন

বয়সসীমাঃ  ০১/০৯/২০২৪ তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

যোগ্যতাঃ স্নাতক পাশ সকল ভারতীয় প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই পদে (Canara Bank Recruitment 2024) আবেদন করতে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে অবশ্যই বাংলা বা নেপালি ভাষায় দক্ষ হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বেতনঃ এই পদে (Canara Bank Recruitment 2024) চাকরি পেলে প্রশিক্ষণের সময়ে প্রার্থীদের প্রতি মাসে স্টাইপেন্ড হিসাবে ১৫,০০০/- টাকা দেওয়া হবে। প্রশিক্ষণ কাল রয়েছে ১ বছর।

আরও পড়ুন:- এইট পাশে সিকিউরিটি গার্ড, নাইট গার্ড নিয়োগ, Govt Security Guard Jobs

নিয়োগ প্রক্রিয়া: মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। লিখিত কোনো পরীক্ষা দিতে হবে না। দ্বাদশ শ্রেণিতে প্রাপ্ত নম্বরের উপরে ভিত্তি করে মেরিট লিষ্ট প্রকাশ করা হবে।

নিয়োগের জায়গা: প্রার্থীদের নিজের নিজের রাজ্যের নিজ নিজ জেলাকে বেছে নিতে হবে। আবেদনকারী যে জেলার বাসিন্দা সেই জেলার ব্রাঞ্চে চাকরি প্রদান করা হবে।

আবেদন ফি: এই পদে (Canara Bank Recruitment 2024) আবেদন করতে আবেদন ফি লাগবে।

  • সকল আবেদনকারীদের আবেদন ফি ১০০/- টাকা জমা দিতে হবে।
  • SC/ ST/ PWD শ্রেণিভুক্ত প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।

আবেদন পদ্ধতিঃ

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার আগে nats.education.gov.in পোর্টালে নিবন্ধন করতে হবে। তারপর www.canarabank.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু: আগামী ২১/০৯/২০২৪ তারিখে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ০৪/১০/২০২৪  তারিখ পর্যন্ত।

OFFICIAL NOTICE:- CLICK HERE

APPLY ONLINE:- CLICK HERE

REGISTATION:- CLICK HERE

আরও পড়ুন:- ভারতীয় স্টেট ব্যাঙ্কে চাকরি! আবেদন করুন |SBI Bank Recruitment 2024

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ |WB Agriculture Recruitment 2024

Most Popular