Sunday, October 6, 2024
Homeটেক নিউজ১৩ বছর পর জনগননা শুরু হচ্ছে, কি কাগজপএ লাগবে জানুন

১৩ বছর পর জনগননা শুরু হচ্ছে, কি কাগজপএ লাগবে জানুন

Census Date 2024: সমস্ত ভারতবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর ।অবশেষে বহু প্রতীক্ষার পর জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi)।

সব কিছু ঠিক থাকলে, প্রায় ১৩ বছর পর আগামী মাস থেকেই জনগণনা প্রক্রিয়া (Census) শুরু হতে চলেছে সমগ্র দেশজুড়ে । গোটা প্রক্রিয়া চলবে প্রায় দেড় বছর ধরে । ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে জনগণনার রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রর মোদী সরকার।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

রীতি অনুযায়ী, প্রতি ১০ বছর ছাড়া আদমশুমারি (জনগননা) হয়ে থাকে। কিন্তু ২০১১-র পর এ দেশে আর জনগণনা করা হয়নি। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারীর জেরে সেটা পিছিয়ে দেওয়া হয়।

শোনা গিয়েছিল, ২০২৩ সালে জনগণনা হতে পারে। কিন্তু লোকসভা ভোটের আগে সে পথে হাঁটেনি মোদি সরকার। সব মিলিয়ে মোদি জমানায় এখনো পর্যন্ত একবারও জনগণনা হয়নি।

তাতে সরকারের অন্দরে নানা ধরনের প্রশ্নও উঠছিল। ১৮৭২ সালে শুরু হওয়া জনগননার রীতি মেনে প্রতি প্রতি ১০ বছর অন্তর হয়। কিন্তু মোদি সরকার আসার পর এখনও পর্যন্ত একবারো জনগণনা হয়নি। আর এতেই রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা।

আরও পড়ুন:- August Month Government Jobs : আগস্ট মাসে কোন কোন চাকরির আবেদন চলছে, বিস্তারিত দেখে নিন

সরকারি সূত্রের খবর, মোটামুটিভাবে দেড় বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই জনগননার তথ্য প্রকাশ করা হবে ২০২৬ সালের মার্চ মাসে । অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৫ বছর বাদে জনগণনার তথ্য সর্বসমক্ষে প্রকাশ্যে আসতে চলেছে।

কিভাবে হবে এই জনগণনা?

মূলত আপনাদের বাড়িতে সরকারি বা বেসরকারি বা কোন এজেন্সির কর্মী আসবে ।তারপর আপনার পরিবার সম্পর্কে, সদস্য সংখ্যা সম্পর্কে, ইনকাম সম্পর্কে, জীবিকা সম্পর্কে, তাড়াড়া আরো অন্যান্য প্রশ্ন তারা আপনাদেরকে করবে এবং আপনাদের উত্তর তারা নথিভুক্ত করে নিয়ে যাবে ।

কবে থেকে শুরু হবে জনগণনা (Census Date 2024)?

সরকারি সুএ অনুযায়ী খবর জানা যাচ্ছে ২০২৪ শে সেপ্টেম্বর মাস থেকে এই জনগণনা শুরু হবে এবং এই জনগণনা চলবে দেড় বছর ধরে ।

বাড়িতে এসে কি প্রশ্ন করবে ?

১) আপনার বাড়িতে কতজন সদস্য রয়েছে

২) তাদের নাম কি, বয়স কত, লিঙ্গ কি জানা হবে

৩) বাড়ির সদস্যরা কে কোন জীবিকার সঙ্গে যুক্ত জানা হতে পারে

৪) এছাড়াও অন্যান্য প্রশ্ন করতে পারে

কি কি কাগজ লাগবে:-

প্রাথমিকভাবে কোনো কাগজপত্র লাগবে না। তবে অনেক ক্ষেত্রে যারা আপনাদের বাড়িতে জনগণনা করতে আসবে অনেক সময় তারা ভোটার কার্ড বা আধার কার্ড দেখতে চাই।

আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন শুরু দেখুন

আরও পড়ুন:- মুখ্যমন্ত্রী মমতা ৫০০০, ১০০০০ টাকা দিচ্ছে । নতুন প্রকল্প চালু : Wb New Scheme 2024

Most Popular