Friday, December 13, 2024
HomeচাকরিCivic Volunteer Recruitment 2024: সব জেলায় সিভিল ভলেন্টিয়ারদের নিয়োগ শুরু

Civic Volunteer Recruitment 2024: সব জেলায় সিভিল ভলেন্টিয়ারদের নিয়োগ শুরু

Civic Volunteer Recruitment 2024: লোকসভা ভোটের আগে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুবই খুশির খবর। দীর্ঘদিনের দাবি ছিল তাদের চাকরির স্থায়ীকরণ ,বেতন বৃদ্ধি ও নানান বিষয় । অবশেষে সিভিকদের কপাল খুলতে চলেছে । এবার সিভিক ভলেন্টিয়ার এর কাজ যারা করেন তাদের পদোন্নতি হবে জুনিয়র কনস্টেবল পদে (Civic Volunteer To Junior Constable)।

ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার, তৈরি হচ্ছে সমস্ত নিয়ম কানুন। লোকসভা ভোটের নিঘন্ট ঘোষণার আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই সূত্র মারফত খবর । বর্তমানে রাজ্যে এক লক্ষ কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বর্তমান নিয়ম অনুযায়ী সাধারণ পুলিশ কর্মীদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হয় (Civic Volunteer To Junior Constable)।তার জন্য তাদের নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হয়, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় এবং নির্দিষ্ট শারীরিক উচ্চতা থাকতে হয়।

কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা নির্ধারিত মান অনুযায়ী সকলের নেই। এছাড়াও পুলিশের প্রশিক্ষণও নেই ,সেজন্য সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ করতে হলে আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

পাশাপাশি সকলের শিক্ষাগত যোগ্যতাও সমান নয়। সেক্ষেত্রে নিয়োগের আগে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়টিও সরকারকে মাথায় রাখতে হবে।

নবান্ন সূত্রে খবর কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে (Civic Volunteer To Junior Constable)। তা নিয়ে নির্দিষ্ট নিয়ম তৈরি করার চেষ্টা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে লোকসভা ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে ।

আরও পড়ুন:- ICDS Job 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন

রাজ্য সরকারের এই রকম উদ্যোগ নেওয়ার কারণ কি জানা গিয়েছে এই মুহূর্তে রাজ্যে প্রতিটি থানায় পুলিশকর্মীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কম রয়েছে। প্রতিটি থানায় এই মুহূর্তে কনস্টেবল রয়েছে ১৫ থেকে ২০ জন। এই অল্প সংখ্যক পুলিশ কর্মী নিয়ে লোকসভা ভোট করানো রাজ্যের কাছে চ্যালেঞ্জের ব্যাপার।

সেজন্য বিষয়টি নিয়ে রাজ্য সরকার উদ্বিগ্ন । তাছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের দীর্ঘদিনের দাবি ছিল চাকরির স্থায়ীকরণ এবার সেই দাবীকে মান্যতা দিতে চলেছে নবান্ন। জুনিয়র কনস্টেবল হয়ে যাওয়ার পর সকলের চাকরি স্থায়ী হয়ে যাবে। এবং ভবিষ্যতে তারা পদোন্নতিরও সুবিধা পাবেন। এমনটাই মনে করছে নবান্ন ।

এছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের দীর্ঘদিনের একটা দাবি ছিল বেতন যদিও সম্প্রতি বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বেতন ১ হাজার টাকা বাড়ানো হয়েছে তবুও সিভিক ভলেন্টিয়াররা মোটেই খুশি নয়, ফলে জুনিয়র কনস্টেবল পদে চাকরি হলে তাদের বেতনও অনেকটা বৃদ্ধি পাবে।

কিভাবে নিয়োগ হবে:-

সিভিক ভলেন্টিয়ারদের এই নিয়োগ লোকসভা ভোটের আগেই শুরু হবে। বর্তমানে সরকার এই বিষয় সংক্রান্ত নিয়মকানুন তৈরি করছে । নিয়ম-কানুন তৈরি হলেই আবেদনের শর্তাবলী, আবেদনের পদ্ধতি সমস্ত কিছুই আমরা প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো।

আরও পড়ুন:- ইন্টারভিউ মাধ্যমে সরাসরি চাকরি, বেতন মাসে ১৪ হাজার টাকা

Civic Volunteer Recruitment 2024 কারা আবেদন করতে পারবে:-

প্রথমেই বলে রাখি সাধারণ চাকরিপ্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। রাজ্যে বর্তমানে এক লক্ষ কুড়ি হাজার যে সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন একমাত্র তারাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন

Civic Volunteer Recruitment 2024 কবে থেকে আবেদন শুরু হবে?

সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল এ পদোন্নতির আবেদন লোকসভা ভোটের আগেই শুরু হয়ে যাবে

বেকার যুবকদের কি হবে:-

সরকারের এইরকম সিদ্ধান্তের ফলে বেকার যুবকদের কপালে হাত। যারা দিনরাত পরিশ্রম করে পুলিশের চাকরি পাওয়ার জন্য স্বপ্ন দেখছে। তাদের জন্য দুশ্চিন্তার খবর। কারণ এইভাবে সিভিক ভলেন্টিয়ারদের মাধ্যমে পুলিশের শূন্য পদ পূরণ করা হলে পুলিশে শূন্যপদ অনেকটাই কমে যাবে। ফলে বেকার যুবক-যুবতীরা চাকরির সুযোগ হারাবে।

আরও পড়ুন:- রাজ্যে প্রচুর ভলেন্টিয়ার নিয়োগ শুরু, ফর্ম জমা করুন

Most Popular