Saturday, December 14, 2024
Homeচাকরিরাজ্যে প্রচুর ভলেন্টিয়ার নিয়োগ শুরু, ফর্ম জমা করুন

রাজ্যে প্রচুর ভলেন্টিয়ার নিয়োগ শুরু, ফর্ম জমা করুন

Wb Volunteer Recruitment 2024: রাজ্যে আবারো শুরু হল ভলেন্টিয়ার নিয়োগ । যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে আবেদন জানাতে পারবে । কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, মাসিক বেতন কত দেবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব

পদের নাম :- 

Para Legal Volunteer

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

শিক্ষাগত যোগ্যতা :-

চাকরিপ্রার্থীদের এই ভলেন্টিয়ার পদে আবেদনের জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক পাস হতে হবে

বেতন :-

যে সকল চাকরিপ্রার্থীরা সিলেক্ট হবেন তাদের প্রতিদিন ডিউটির ভিত্তিতে বেতন দেওয়া হবে

আরও পড়ুন:- কলকাতা হাইকোর্টে Stenographer, Group-C পদে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

বয়স:-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম বয়স ২১ বছরের বেশি হতে হবে, বয়স নির্ণায়ক করা হবে ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ হয়িতে

আবেদন পদ্ধতি:- 

Wb Volunteer Recruitment 2024 : যোগ্য চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে তাদের আবেদন করতে পারবে । অফিশিয়াল নোটিশের নিচেই নির্দিষ্ট ফর্ম দেওয়া হয়েছে চাকরিপ্রার্থীরা ওই আবেদন পত্র ডাউনলোড করে সমস্ত কিছু ফিলাপ করে, সঙ্গে তাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং কাগজপত্র দিয়ে নির্দিষ্ট ঠিকানায় মুখ বন্ধ খামে নির্দিষ্ট অফিসে জমা করতে হবে

ফর্ম জমা দেওয়ার ঠিকানা :-

District Legal Services Authority, Purba Bardhaman, Bardhaman District Judge Court Compound (Top Floor), PO- Bardhaman, PS- & District- Purba Bardhaman,

গুরুত্বপূর্ণ তারিখ :-

Wb Volunteer Recruitment 2024 আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ শে ফেব্রুয়ারি ২০২৪

আরও পড়ুন:- Food Si Admit Card Download 2024: Food Si কবে পরীক্ষা ,অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন

Official Notice:- DOWNLOAD HERE

Official Website:- CLICK HERE

Most Popular