Monday, July 8, 2024
Homeটেক নিউজCivic Volunteer Salary 2024 : বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের মাইনে| বোনাস, ভাতা সহ...

Civic Volunteer Salary 2024 : বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের মাইনে| বোনাস, ভাতা সহ একগুচ্ছ সুবিধা

Civic Volunteer Salary 2024: ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট প্রকাশ করা হয়েছিল । সেই বাজেটে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী এছাড়াও সরকারি চাকরিজীবীদের জন্য সরকার নানান সুবিধার কথা ঘোষণা করেছিল।

অবশেষে বাজেটে ঘোষণা মতোই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ উভয়ের আন্ডারেই যে সকল সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন সকলেরই বেতন বাড়তে চলেছে। এরই সাথে ভিলেজ পুলিশদেরও বেতন বৃদ্ধি পেতে চলেছে। এটি কার্যকর হচ্ছে চলতি মার্চ মাস থেকেই।

Civic Volunteer Salary 2024:

লোকসভা ভোটের আগেই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের কপাল খুলে গেল। গত মাসেই বাজেট পেশের সময় ,সিভিকদের মাসিক এক হাজার টাকা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তিনি বলেছিলেন এই খাতে ১৮০ কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার। সেই মতনই নবান্ন জানিয়ে দিল এত দিন ধরে সিভিক ভলেন্টিয়াররা আগে যা বেতন পেয়ে এসেছেন তার সঙ্গে আরও এক হাজার টাকা বেশি বেতন দেয়া হবে মার্চ মাস থেকে । আগে মাসে নয় হাজার টাকা বেতন দেয়া হতো সেটি বেড়ে দশ হাজার টাকা হলো।

আরও পড়ুন:- Wb Civic Volunteer Recruitment 2024 :১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্য!

কবে থেকে বেতন বৃদ্ধি:-

গত মাসে বাজেট পেশ করেছিল রাজ্য সরকার । বাজেট ঘোষণা মতোই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করলো রাজ্য সরকার । রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের এবং ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধি করা হচ্ছে।

বেতন বৃদ্ধি কার্যকর হবে চলতি মার্চ মাস থেকে অর্থাৎ এপ্রিলে হাতে বাড়তি বেতন পাবেন ভলেন্টিয়াররা। সোমবারই সরকারিভাবে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে । বছরের শুরুতেই নবান্নের তরফে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির কোথাও ঘোষণা করা হয়েছিল

বাড়ছে বোনাস :-

এবার থেকে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার ৫৩০০ টাকা করে বোনাস পাবেন । আগে ২০০০ টাকা করে বোনাস দেয়া হতো। সিভিক ভলেন্টিয়ারদের ২০২০ সালে ৮ ই সেপ্টেম্বর এই নিয়ম চালু করা হয়েছিল। ২০২৩ সালে পুজোতেও সিভিক ভলেন্টিয়াররা এই বোনাস পেয়েছিল ।

২০২৪ সাল থেকে এই বোনাস বাড়ানো হবে । আগের বছর যারা পুজোর বোনাস ২০০০ টাকা পেয়েছিল তারা আরো অতিরিক্ত ৩৩০০ টাকা বোনাস পাবেন অর্থাৎ মোট বোনাসের পরিমাণ ৫৩০০ টাকা।

আরও পড়ুন:- Civic Volunteer Recruitment 2024: সব জেলায় সিভিল ভলেন্টিয়ারদের নিয়োগ শুরু

রাজ্যে এই মুহূর্তে প্রায় ১ লক্ষ ৫০ হাজার সিভিক ভলেন্টিয়ার রয়েছে । তারা রাজ্যের বিভিন্ন থানায় , রাস্তাঘাটে ট্রাফিক সামলানো বিভিন্ন দায়িত্বসম্পন্ন কাজ করে থাকে । পরবর্তী সময়ে সিভিক ভলেন্টিয়াররা যাতে রাজ্য পুলিশে যুক্ত হতে পারে সেই জন্য ২০ শতাংশ চাকরির সংরক্ষণ রাখা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য আগে এই সংরক্ষণ ১০% ছিলো।

এছাড়াও সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের অবসরকালীন সুবিধাও দেওয়া হবে । এতদিন কোন সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ অবসর গ্রহণ করলে এককালীন ২ থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হতো। এবার থেকে সেটি বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হলো। এই খাতে রাজ্য সরকার অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ভোটের আগে রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশির মহল সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের অন্দরে।

আরও পড়ুন:- Forest Volunteer : রাজ্যে ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন

আরও পড়ুন:- Anganwadi Recruitment 2024 : ICDS এ ৩৫০০০ হাজার শূন্যপদে অনলাইন আবেদন শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular