Thursday, December 12, 2024
Homeকৃষক সংক্রান্তফসলের ক্ষতিপূরনের টাকা কবে দিবে, কত টাকা দিবে, কোন জেলা পাবে

ফসলের ক্ষতিপূরনের টাকা কবে দিবে, কত টাকা দিবে, কোন জেলা পাবে

Crop Insurance Bajaj Allianz: ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ফসল, ১ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট, বাংলায় কৃষি সংকট!ঘূর্ণিঝড় জানার প্রভাবে বাংলার একাধিক জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং আরও কয়েকটি জেলা মিলিয়ে প্রায় ১ লক্ষ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Crop Insurance Bajaj Allianz

কৃষি দপ্তরের প্রাথমিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সোমবার থেকে কৃষিদপ্তরের বিশেষ দল মাঠে নেমে পূর্ণাঙ্গ সমীক্ষা করবে এবং সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।

পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতি সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র এই জেলাতেই প্রায় ২০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি দপ্তরের তথ্যমতে, পূর্ব মেদিনীপুরে প্রায় ২০ হাজার হেক্টর জমি জলমগ্ন হয়ে পড়েছে, যার মধ্যে ১৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছিল।

ব্যাপক বৃষ্টির কারণে অনেক জায়গায় ধানগাছ নুইয়ে পড়েছে, যা ক্ষতির আশঙ্কা আরও বাড়িয়েছে। এছাড়াও প্রায় ৩০০০ হেক্টর জমিতে ফুল, সবজি এবং পানচাষও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

এই বৃষ্টির তীব্রতার কারণে শুধু ফসলই নয়, পূর্ব মেদিনীপুরে মাছের ভেড়ি ও পুকুরগুলোও ভেসে গেছে। গ্রামীণ এলাকার রাস্তাঘাট সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়েছে, ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ধান ও মাছ উভয় ক্ষেত্রেই ক্ষতির পরিমাণ বেড়েছে।

হুগলি জেলাতেও প্রায় ১২০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বিশেষ করে সবজি এবং ধানের বীজতলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাওড়া জেলার গ্রামীণ এলাকাগুলোতেও চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বাগনান এবং দেউলটি অঞ্চলে ফুলচাষের জমিগুলো জলমগ্ন হওয়ায় ফসল পচে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের জন্য রাজ্য সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের তরফ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বিমার আবেদনের সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে, যাতে তাঁরা আর্থিক ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন।

আরও পড়ুন : সুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। আপনি কত টাকা পাবেন দেখুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন, যেন কোনো কৃষক ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন।

প্রতিদিন বিভিন্ন জেলা থেকে কৃষকরা নবান্নে ফোন করে তাদের ক্ষতির তথ্য প্রদান করছেন। কৃষি দপ্তরের প্রধান সচিব ওয়ারসিং মিনা বিষয়টির সরাসরি তদারকি করছেন।

তবে কৃষি দপ্তরের সূত্রে খবর, এখনও পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসেনি। বৃষ্টি বন্ধ হলে এবং রোদ উঠলে পুরো রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, এবং ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

কোন কোন জেলা ক্ষতিপূরনের টাকা পাবে (Crop Insurance Bajaj Allianz) :-

প্রাথমিকভাবে ফসলের ক্ষতিপূরণের টাকা যে সকল জেলাতে ফসলের ক্ষতি হয়েছে সমস্ত জেলার কৃষকরা পাবেন। তবে বেশি ক্ষতি হয়েছে যে সকল জেলাতে সেগুলি হল- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূম ।

এছাড়াও অন্যান্য যে সকল জেলাতে কৃষকদের ক্ষতি হয়েছে সেই সকল জেলার কৃষকেরও ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে ।

কবে কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেবে (Bangla Shasya Bima Taka Kobe Dibe) :-

বর্তমানে বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন নেওয়া চলছে। এই আবেদন নেবার সময়সীমা আরো একমাস বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনের শেষ তারিখ ৩০ শে নভেম্বর পর্যন্ত করা হয়েছে সুতরাং ৩০ শে নভেম্বর পর্যন্ত সমস্ত কৃষকদের আবেদন গ্রহণ করা হবে।

তারপর আবেদন গুলি যাচাই করে কোন কৃষকরা টাকা পাওয়ার যোগ্য তা নির্ণয় করা হবে। তারপর কৃষকদের ব্যাংক একাউন্টে যার যেমন ক্ষতি হয়েছে, যার যতটা পরিমান ফসলের বীমা করা রয়েছে সে সেই রকম ক্ষতিপূরণের টাকা ব্যাংক একাউন্টে পাবে।

কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিকে অথবা ২০২৫ সালের জানুয়ারি মাসে ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো শুরু হবে

কারা কত টাকা ক্ষতিপূরন পাবে (Bangla Shasya Bima Payment Amount) :-

ফসলের ক্ষতি পূরণের টাকা কে কত পাবে সেটি সম্পূর্ণ নির্ভর করছে আপনার এলাকায় কি রকম ক্ষতি হয়েছে এবং আপনার কত জমির বীমা করা ছিল তার উপর। যার যত পরিমাণ জমি সে সেই রকম টাকা পাবে।

এখনো ক্ষতিপূরণ নির্ণয় সম্পন্ন হয়নি , ক্ষতিপূরণ নির্ণয় সম্পন্ন হলে ব্লক অনুযায়ী কারা কত ক্ষতিপূরনের টাকা পাবে তার লিস্ট তৈরি করা হবে।

আরও পড়ুন : ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কিনা চেক করুন | Bangla Shasya Bima Status Check

আরও পড়ুন : সব কৃষকরা ফসলের ক্ষতিপূরনের টাকা পাবে? কবে টাকা ঢুকবে দেখুন | Bangla Shasya Bima

Most Popular