Friday, March 14, 2025
Homeকৃষক সংক্রান্তসুখবর: সব কৃষকদের ফসলের ক্ষতির টাকা দিবে মমতা

সুখবর: সব কৃষকদের ফসলের ক্ষতির টাকা দিবে মমতা

Crop Insurance Payment: সারাবছর ধরে চাষীরা চাষবাসের মধ্যে ব্যস্ত থাকেন। কঠোর পরিশ্রম করে তারা চাষ করেন বলেই আমরা মুখের সামনে খাবার পায়।

কিন্তু সম্প্রতি হঠাৎ বৃষ্টির ফলে আলু চাষে ভয়ংকর ক্ষতি হয়েছে। আলু (potato farming) তোলার আর কয়েকদিন মাত্র বাকি ছিল। কিন্তু এর মধ্যেই প্রবল বর্ষণের ফলে বিপুল ক্ষতি হয়ে গেল আলু চাষে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

নতুন আলু তোলার (potato farming) আগেই অকাল বৃষ্টির ফলে জল জমে গেলো চাষের জমিতে। তার মধ্যে ডিভিসির জল ছাড়া হল। ‌

এর ফলে চাষবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার জন্য মাথায় রীতিমতো হাত পড়েছে আলু চাষীদের। অনেকে রীতিমত কপাল চাপড়াচ্ছেন, কারণ ১০০ বিঘা জমির আলু নষ্ট হতে বসেছে।

Crop Insurance Payment

আরও পড়ুন:- আধার কার্ডের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন

এই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির (potato farming) ফলে যেমন চাষীদের পরিশ্রমের ক্ষয়ক্ষতি হল, তেমনি আর্থিক ক্ষতির মুখোমুখি হবে তারা, সে কথা বলাই বাহুল্য।

বাঁকুড়ার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রামে অকাল বর্ষনের ফলে চাষবাস এবং যাবতীয় পরিকল্পনা প্রায় মাঠে মারা গেছে।

অকাল বর্ষণের ফলে চাষের জমির ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির যেটুকু বাকি ছিলো তাও ডিভিসির জল ছাড়ার ফলে ক্ষতি হয়ে গেছে বলে দাবি করেছেন চাষীরা (Best Crop Insurance Company In India) ।

এই ঘটনার কথা প্রশাসনের কানেও পৌঁছে গেছে এবং সেখানে ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছেন ব্লকের কৃষি দপ্তর ও প্রশাসনের অফিসাররা।

কৃষকদের তারা চিন্তা করতে বারণ করেন ও ফসল বিমায় চাষের (Potato farming) ক্ষতিপূরণ যাতে দেওয়া হয় সেকথাও বলেন আর সুফল বাংলার মাধ্যমে কৃষকদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত আলু সহায়ক মূল্যে কিনে নেওয়ার নির্দেশও দেন প্রশাসনের কর্তারা। যার ফলে সেখানকার কয়েকশো পরিবারের মুখে হাসি ফোটে।

কৃষি দপ্তর ও প্রশাসনের অফিসাররা আলু চাষে (Potato farming) কতটা ক্ষতি হয়েছে তা নিজের চোখে দেখতে চান এবং তারা দেখেন যে চাষযোগ্য জমি জলে জলময় হয়ে গেছে এবং হাঁটু জল নেমে কৃষকরা আলু তোলার চেষ্টা করছেন,

যতটা আলু বাঁচানো যায় তাতেই লাভ। তবে প্রশাসনকে এই দুর্দিনে এভাবে পাশে পেয়ে কৃষকরা খুশি হয়েছেন।

কৃষক বন্ধু ও ফসল বীমা (Bangla Shasya Bima) যোজনার বরাদ্দ রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধি করেছেন যার ফলে আশার আলো দেখতে চলেছেন কৃষকরা।

আলু চাষের (Potato farming) কৃষকরা জানিয়েছেন যে, তারা আগে এভাবে এতো সহায়তা পেতেন না তাই তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

ক্ষতিগ্রস্থ কৃষকদের (Potato farming) মধ্যে অনেকেরই বক্তব্য,“ আগে ডিভিসির ছাড়া জলে আমন চাষ নষ্ট হয়েছিল। ঋণ নিয়ে সেই চাষের ধার এখনও মেটানো যায়নি।

তার মধ্যেই রবি মরসুমে আলু ওঠার আগেই বৃহস্পতিবার থেকে নাগাড়ে বৃষ্টির জেরে মাঠে জল জমে যায়। তখনও সেচের জন্য ডিভিসি থেকেও জল ছাড়া হয়েছে। তার জেরে রাতারাতি আলু জমিতে এক হাঁটু জল জমে যায়।

পর পর দু’‌বার চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় সব হারানোর নিস্তব্ধতা নেমে এসেছিল গ্রামে। এমন সময় গ্রামে পৌঁছন স্থানীয় ব্লক প্রশাসনের কর্তারা। আর সাহায্য করার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগে আমরা নতুন জীবন ফিরে পেলাম।”

BANGLA SHASYA BIMA STATUS CHECK: CLICK HERE

আরও পড়ুন:- রোজভ্যালির টাকা ব্যাংকে দেওয়া শুরু | Rose Valley Refund Online

আরও পড়ুন:- ব্যাংকের নতুন নিয়ম চালু, সবাই পাবে ১০০০০ টাকা!

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular