Thursday, December 12, 2024
Homeট্রেন্ডিংCyclone Remal : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কোন জেলাতে কি রকম ঝড় বৃষ্টি...

Cyclone Remal : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কোন জেলাতে কি রকম ঝড় বৃষ্টি হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

Cyclone Remal: লোকসভা ভোটের সময়ই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি । রিমাল ঘূর্ণিঝড় নিয়ে বিগত কয়েকদিন ধরেই জোর চর্চা চলছে । দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে এই ঝড়ের কিরকম প্রভাব পড়বে সে নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে । এসবের মাঝেই বাংলার অনেকটাই কাছাকাছি চলে এসেছে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে রবিবার মাঝরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এর মধ্যে এই ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) আছড়ে পড়বে।

ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় জোর তোড়জোড় শুরু হয়েছে। সুন্দরবনের এলাকায় এলাকায় মাইকিং করে সচেতনতা করা হচ্ছে। মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হচ্ছে। এবার আমরা দেখে নেবো পশ্চিমবঙ্গের কোন জেলাতে ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাবে কি রকম ঝড় বৃষ্টির প্রভাব পড়বে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

২৬ – ২৮শে মে পর্যন্ত জেলাভিত্তিক ঝড়বৃষ্টির পূর্বাভাস
আপডেট: ২৫শে মে – সকাল ১০টা

★আলিপুরদুয়ার : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ৮০ কিমির আশেপাশে। প্রধানত ভারী থেকে অতিভারী ও কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে।

★বাঁকুড়া : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৪০ – ৭০ কিমির আশেপাশে। প্রধানত মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হবে।

★বীরভূম : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ৮০ কিমির আশেপাশে। প্রধানত মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হবে।

SEE MORE: Remal Cyclone Update : ভয়ংকর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, ঠিক কোথায় আছড়ে পড়বে জানালো আবহাওয়া দপ্তর

★কোচবিহার : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ৮০ কিমির আশেপাশে। প্রধানত ভারী থেকে অতিভারী ও কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে।

★দক্ষিণ দিনাজপুর : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৪০ – ৭০ কিমির আশেপাশে। প্রধানত মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হবে।

★দার্জিলিং : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ২০ – ৫০ কিমির আশেপাশে। প্রধানত মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হবে।

★হুগলী : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ৮০ কিমির আশেপাশে। প্রধানত ভারী থেকে অতিভারী ও কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে।

★হাওড়া : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ৮০ কিমির আশেপাশে। প্রধানত মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হবে।

★জলপাইগুড়ি : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৩০ – ৬০ কিমির আশেপাশে। প্রধানত ভারী থেকে অতিভারী ও কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে।

SEE MORE: Icds Recruitment 2024 : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন

★ঝাড়গ্রাম : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ২০ – ৫০ কিমির আশেপাশে। প্রধানত মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হবে।

★কালিম্পং : ঝড় তেমন হবে না। প্রধানত মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হবে।

★কলকাতা : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ৮০ কিমির আশেপাশে। প্রধানত মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হবে।

★মালদা : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৪০ – ৭০ কিমির আশেপাশে। প্রধানত ভারী থেকে অতিভারী ও কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে।

★মুর্শিদাবাদ : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ৮০ কিমির আশেপাশে। প্রধানত মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হবে।

★নদীয়া : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ৮০ কিমির আশেপাশে। প্রধানত ভারী থেকে অতিভারী ও কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে।

★উত্তর ২৪ পরগণা : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ৮০ কিমির আশেপাশে। প্রধানত ভারী থেকে অতিভারী ও কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে।

★পশ্চিম বর্ধমান : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ৮০ কিমির আশেপাশে। প্রধানত ভারী থেকে অতিভারী ও কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে।

SEE MORE: ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে বড়ো খবর জানালো রাজ্য পুলিশ, Civic Volunteer Recruitment 2024

★পশ্চিম মেদিনীপুর : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৪০ – ৭০ কিমির আশেপাশে। প্রধানত ভারী থেকে অতিভারী ও কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে।

★পূর্ব বর্ধমান : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ৮০ কিমির আশেপাশে। প্রধানত ভারী থেকে অতিভারী ও কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে।

★পূর্ব মেদিনীপুর : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ৮০ কিমির আশেপাশে। প্রধানত ভারী থেকে অতিভারী ও কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে।

★পুরুলিয়া : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৩০ – ৬০ কিমির আশেপাশে। প্রধানত হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে।

★দক্ষিণ ২৪ পরগণা : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ১০০ কিমির আশেপাশে। প্রধানত ভারী থেকে অতিভারী ও কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে।

★উত্তর দিনাজপুর : ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৫০ – ৮০ কিমির আশেপাশে। প্রধানত ভারী থেকে অতিভারী ও কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে।

SEE MORE: কাদের কাস্ট সার্টিফিকেট বাতিল হলো লিস্ট ডাউনলোড করুন | Obc Certificate Cancellation News

Most Popular