Friday, November 22, 2024
Homeটেক নিউজমাএ ২৪০ টাকায় ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে সরকার, আবেদন করুন | Driving Licence...

মাএ ২৪০ টাকায় ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে সরকার, আবেদন করুন | Driving Licence West Bengal

Driving Licence West Bengal: বর্তমানে যানবাহনের গুরুত্বপূর্ণ অঙ্গ নানান ধরনের দু’চাকা এবং চার চাকার গাড়ি। কর্মস্থল, দোকান বাজার, অন্যান্য স্থানে যাতায়াত ও ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রে প্রয়োজন হয় যানবাহনের ।

এই যানবাহন গুলি চালানোর জন্য প্রয়োজন হয় ড্রাইভিং লাইসেন্সের।ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালালে তা আইনত অপরাধ ।  ফলে গাড়ি চালককে বাধ্য হয়ে ফাইন দিতে হয় ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বর্তমানে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে নানান হয়রানি শিকার হতে হয় বা দালালদের চক্করে পড়ে বেশি টাকা দিতে হয়। কিন্তু এবার খুব সহজেই সরকারিভাবে , সরকারি উদ্যোগে আপনারা ড্রাইভিং লাইসেন্স পেতে পারবেন।

বর্তমানে জেলা পুলিশের তরফ থেকে ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়েছে । যেখানে খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স মেলাতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলে আপনারা খুব সহজেই লাইসেন্স পেয়ে যাবেন।

কোথায় ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, কি কি কাগজ লাগবে, কত টাকা খরচ হবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো

কোথায় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মেলা:-

বর্তমানে ড্রাইভিং লাইসেন্স মেলা চলছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ লাইনের মাঠে । এই স্থানে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে লাইসেন্সের জন্য যেতে হবে

কত টাকা খরচ হবে লাইসেন্স করতে:-

১) দু চাকা গাড়ির লাইসেন্স করতে ২৪০ টাকা লাগবে
২) চারচাকা গাড়ির লাইসেন্স করতে ২৪০ টাকা লাগবে
৩) দুই চাকা এবং চার চাকা একসঙ্গে লাইসেন্স করতে ৩৬০ টাকা খরচ হবে

কি কি কাগজপত্র লাগবে:-

১) আধার কার্ড
২) ভোটার কার্ড
৩) প্যান কার্ড
৪) আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল ফোনটির সঙ্গে নিয়ে যেতে হবে।


আরও পড়ুন:-
৩৩০০০ শূন্য পদে ICDS পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড শুরু| Icds Admit Card 2024

কোন কোন পুলিশ স্টেশনের কবে লাইসেন্সের আবেদন নেওয়া হবে (Driving Licence West Bengal):-

৮ আগস্ট- গুড়গুড়িপাল, কোতোয়ালি, খড়গপুর গ্রামীণ এবং খড়গপুর টাউন
১২ আগস্ট- গড়বেতা, শালবনী, গোয়ালতোড় এবং আনন্দপুর
১৩ আগস্ট- আগস্ট ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর এবং দাসপুর
২০ আগস্ট- আগস্ট ডেবরা, পিংলা, সবং এবং নারায়ণগড়
২১ আগস্ট- আগস্ট মোহনপুর, দাঁতন, বেলদা এবং কেশিয়াড়ি
২২ ও ২৩ আগস্ট- ২২ এবং ২৩ শে আগস্ট থাকছে জেলার পুলিশ এবং সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য

তারিখ :-

এই ড্রাইভিং লাইসেন্স মেলা চলবে ৮ই আগস্ট ২০২৪ থেকে ১৪ ই আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত

সময়:-

ড্রাইভিং লাইসেন্স মেলায় আবেদনপত্র গ্রহণ করা হবে, সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত


আরও পড়ুন:-
৩২৬৫৯ শূন্যপদে ICDS নিয়োগ কোন কোন জেলায় হচ্ছে | Wb Icds Recruitment 2024

আরও পড়ুন:- Asha Kormi Recruitment 2024: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে, ফর্ম জমা করুন

Most Popular