Festival Bonus In West Bengal 2025: উৎসবের আনন্দে উৎসব বোনাস! বোনাস ও ভাতা বাড়ল
রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য সুসংবাদ! রাজ্য সরকার এবছরও উৎসব বোনাস ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য অর্থদপ্তর মঙ্গলবার এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা প্রকাশ করেছে।
Festival Bonus In West Bengal 2025
উৎসব বোনাস: কর্মীদের জন্য বিশেষ সুবিধা
সরকারি কর্মচারীদের জন্য এবছর উৎসব বোনাসের পরিমাণ ৬,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ক্যাজুয়াল কর্মীরাও, যাঁরা বছরে অন্তত ১২০ দিন কাজ করেছেন, তাঁরা সর্বোচ্চ ৬,৮০০ টাকা পর্যন্ত উৎসব বোনাস পাবেন। গত বছর এই পরিমাণ ছিল ৬,০০০ টাকা, যা এবছর ৮০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
পেনশনভোগীদের উৎসব ভাতা বৃদ্ধি
সরকারি পেনশনভোগীরা এবছর ৩,৫০০ টাকা উৎসব ভাতা পাবেন, যা গত বছরের ৩,২০০ টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে। শুধু সাধারণ পেনশনভোগীরাই নন, বরং ফ্যামিলি পেনশনভোগী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত পেনশনভোগী,পঞ্চায়েত ও পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরাও এই সুবিধা পাবেন।
সরকারি সংস্থার কর্মীদের জন্য এক্সগ্রেশিয়া বোনাস
সরকারি সংস্থার কর্মীদের জন্যও উৎসব বোনাস বা এক্সগ্রেশিয়া বোনাসের ব্যবস্থা করা হয়েছে। এই বোনাসের সর্বোচ্চ পরিমাণ ৬,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ২০২৮ সাল পর্যন্ত বিনামূল্যে রেশন দিবে সরকার
উৎসব অগ্রিম সুবিধা
যেসব সরকারি কর্মচারীর বেতন ৪৪,০০০ টাকার বেশি কিন্তু ৫২,০০০ টাকার মধ্যে, তাঁরা চাইলে উৎসব অগ্রিম সুবিধা নিতে পারবেন।
এবছর উৎসব অগ্রিম বাবদ সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। সরকারি অধিগৃহীত সংস্থার কর্মীদের জন্যও এই একই নিয়ম প্রযোজ্য হবে।
বোনাস ও ভাতা পাওয়ার তারিখ
মুসলিম কর্মচারীরা ঈদের আগে উৎসব বোনাস ও অগ্রিমের টাকা পেয়ে যাবেন।
অন্যান্য সরকারি কর্মীরা ১৫ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে উৎসব বোনাস-ভাতা হাতে পাবেন।
পেনশনভোগীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া
রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন তাঁরা। তাঁর মতে, উৎসবের আগে বোনাস ও ভাতা বৃদ্ধি কর্মচারীদের জন্য অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।
উৎসবের আগে এই ঘোষণায় রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপ কর্মীদের আর্থিক স্বস্তি দেবে এবং উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলবে।
আরও পড়ুন: ফ্রিতে IPL খেলা দেখুন, Jio সিম থাকলে সুখবর
আরও পড়ুন: ভোটার কার্ডে আধার লিংক সবাইকে আবার করতে হবে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |