Free Ration Scheme India: কেন্দ্র সরকার (Central Government) ভারতের দরিদ্র মানুষদের দশেরা উপলক্ষে কিছু বিশেষ উপহার দিতে চাইছেন।
ভারতবর্ষে প্রচুর মানুষ আছেন, যারা দরিদ্র যারা দুবেলা ভালোমতো খেতে পারেন না, এই সকল মানুষদের জন্য কেন্দ্র সরকার বিনামূল্যে চাল বিতরণ করবেন।
Free Ration Scheme India
মন্ত্রিসভাতে এরকম একটি প্রকল্প বর্তমানে অনুমোদন পেয়েছে, এই প্রকল্পের জন্য বিজেপি সরকার প্রায় ১৭ কোটি টাকা বিনিয়োগ করছে। ২০২৪ সালের জুলাই থেকে এই চাল বিতরণ করা শুরু হবে ও এই চাল বিতরণ চলবে ২০২৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় (Central Government) মন্ত্রীসভার বৈঠকে স্থির হয় যে, খাদ্য আইন ও অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের জন্য মোট বরাদ্দ করা হবে ১৭০৮২ কোটি টাকা।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী ৫ টি প্রকল্পের উপভোক্তা বাড়ালো, সবাই টাকা পাবেন
এই প্রকল্পের মাধ্যমে ২০২৪ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত গরীব মানুষদের বিনামূল্যে চাল বিতরণ করা হবে। কেন এই চাল বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
আসলে ভারতবর্ষে বহু মানুষের প্রধান খাদ্য হিসেবে এখনও বিবেচিত হয় ভাত। এখন পুষ্টিকর উপাদান সমৃদ্ধ ফোর্টিফাইড চাল (Fortified Rice Benefits) মানুষের রক্তাল্পতা দূর করতে ও মানুষের মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি দূর করে তাই সবদিক মাথায় রেখে মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য ও মানুষের কল্যাণের জন্য বিনামূল্যে চাল বিতরণ করার প্রয়োজনীয়তা অনুভব করেন কেন্দ্রীয় সরকার(Central Government)।
২০১৯ ও ২০২১ সালে করা একটি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভেতে দেখা যায় যে ভারতের বহু সংখ্যক মানুষ রক্তস্বল্পতা ও অপুষ্টিগত রোগে ভোগেন।
এই সকল মানুষদের শরীরে আয়রনের ঘাটতির পাশাপাশি, অন্যান্য ভিটামিন ও খনিজগুলির ঘাটতি যেমন ভিটামিন বি টুয়েলভ, ফলিক এসিডের মাত্রা কম আছে বলে ধরা পড়ে
আর এই ভারতবর্ষের ৬৫ শতাংশ মানুষের প্রধান খাদ্য ভাত তাই কেন্দ্র সরকার (Central Government) সিদ্ধান্ত নিয়েছেন যে মানুষের শারীরিক উন্নতির জন্য তারা বিনামূল্যে চাল বিতরণ করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বিতরণ করা এই চালের সাথে FSSAI দ্বারা নির্ধারিত মান অনুসারে মাইক্রো পুষ্টি উপাদান যেমন আয়রন, ফলিক এসিড, ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ ফোরটিফাইড রাইস কর্নেল যোগ করা দরকার যাতে অপুষ্টিগত অভাব দূর হয়।
আরও পড়ুন: ফ্রিতে IPL খেলা দেখুন, Jio সিম থাকলে সুখবর
আরও পড়ুন: প্যান কার্ড ২.০ ফ্রিতে দিচ্ছে সরকার, অনলাইন আবেদন করুন
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |