Pan Card 2.0 Apply Online: বর্তমানে প্যান কার্ড ২.০ (Pan Card 2.0) একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।
কেন্দ্র সরকারের উদ্যোগে এটি আরও আধুনিক ও সুরক্ষিত হয়ে উঠেছে। ২০২৪ সালের ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি এই প্রকল্পটি অনুমোদন করেন।
প্যান কার্ড ২.০ এর ফলে দেশের আর্থিক সুরক্ষা আরও বেশি উন্নত হয়ে উঠেছে।
Pan Card 2.0 Apply Online
প্যান কার্ড ২.০ (Pan Card 2.0) বিশেষত্ব-
ক। কার্ড নাম্বার অপরিবর্তিত থাকবে
খ। আপনার পুরোনো প্যান কার্ডের নম্বর এক থাকবে।
গ। নতুন কার্ডের জন্য কোনও চার্জ দিতে হবে না।
ঘ। কার্ডে কিউআর কোড থাকবে যে কারণে এটি আরও বেশি সুরক্ষিত থাকবে।
ঙ। ই মেলের মাধ্যমে প্যান কার্ড সরাসরি পাওয়া যাবে।
আরও পড়ুন:- কৃষক, শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ালো কেন্দ্র সরকার
প্যান কার্ড ২.০ (Pan Card 2.0) আবেদন করার ধাপসমূহ-
নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা খুবই সহজ এবং সম্পূর্ণ অনলাইনে পদ্ধতিতে করা যাবে। নীচে ধাপে ধাপে প্রক্রিয়াগুলো লেখা হলো
ধাপ-১।
ওয়েবসাইট ভিজিট – প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যান ও NSDL/UTIITSL ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করুন।
ধাপ-২।
প্রয়োজনীয় সব তথ্য পূরণ করুন- ওয়েবসাইটে আপনার সকল তথ্য যেমন জন্ম তারিখ,
আধার কার্ড নাম্বার ও প্যান কার্ড নাম্বার দিন।
ধাপ-৩।
যাবতীয় তথ্য যাচাই ও সাবমিট – যাবতীয় তথ্য যাচাই করে সাবমিট করুন।
ধাপ-৪।
ওটিপি যাচাই- আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেটি দিয়ে দিন।
ধাপ-৫।
নতুন প্যান কার্ড ডেলিভারি- আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন প্যান কার্ড হাতে চলে আসবে।
এক্ষেত্রে অবশ্যই রেগুলার ভাবে ই মেইল চেক করুন, কোনও রকম অসুবিধা হলে কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করুন ও আপনার কার্ডের (Pan Card 2.0) কিউআর কোড স্ক্যান করে সঠিক বিষয়টি যাচাই করে নিন।
আরও পড়ুন:- উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে, তারিখ দেখুন
আরও পড়ুন:- মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |