Thursday, December 12, 2024
Homeচাকরিপশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ , অনলাইনে আবেদন করুন | Food Department...

পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ , অনলাইনে আবেদন করুন | Food Department Recruitment 2024

Food Department Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর ।পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে ।

ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতবর্ষের নাগরিক পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই এই শূন্য পদে আবেদন জানাতে পারবে। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এই শূন্য পদে আবেদন করতে পারবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন করার লাস্ট ডেট ইত্যাদি বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।

সরকারি নোটিস নাম্বার:- 3099

পদের নাম:-

প্রজেক্ট ম্যানেজার (Project Manager), ডাটা এনালাইসিস (Data Analysis), ডেভলপার (Developer) , আইটি সাপোর্ট (IT Support) |

আরও পড়ুন :- ৩২৬৫৯ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন : Icds Recruitment 2024

শিক্ষাগত যোগ্যতা:-

খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের বিটেক, এমটেক, কম্পিউটার সায়েন্স, এমসিএ, এমবিএ অথবা সমতুল্য পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস হতে হবে ।


বেতন:-

প্রজেক্ট ম্যানেজার এবং ডাটা এনালাইসিস পদের জন্য মাসিক বেতন ২ লক্ষ ২৫ হাজার টাকা , ডেভলপার পদের মাসিক বেতন ৭০ হাজার টাকা , আইটি সাপোর্ট পদের মাসিক বেতন ৪০ হাজার টাকা দেওয়া হবে।


কিভাবে আবেদন করবেন (Food Department Recruitment 2024):-

ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। food.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে Recruitment অপশন থেকে Apply Now অপশন এ ক্লিক করতে হবে | তারপর প্রয়োজনীয় তথ্য ফিলাপ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে ।

আরও পড়ুন :- Asha Kormi Recruitment 2024: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে, ফর্ম জমা করুন

নিয়োগের পদ্ধতি:-

প্রথমে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে । তারপর লিখিত পরীক্ষা, কোডিং টেস্ট এবং ইন্টারভিউ নেয়া হবে। সফল হলে চাকরি পাবে।

আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখ:-

এই শূন্য পদে আবেদন করার শেষ তারিখ ১৭ ই আগস্ট ২০২৪

অফিসিয়াল নোটিস ডাউনলোড করার লিংক :- CLICK HERE

অনলাইনে আবেদন করার লিংক:- CLICK HERE

আরও পড়ুন :- Pm Surya Ghar Muft Bijli Yojana: বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে মোদী, অনলাইনে আবেদন করুন

Most Popular