Free Gas Cylinder Yojana: সম্প্রতি শেষ হয়েছে দুর্গাপুজো। আসছে এবার আলোর উৎসব দীপাবলী। এই দীপাবলিতে মহিলারা সরকারের কাছ থেকে বড় ধরনের উপহার পেতে চলেছে।
সরকার বিনামূল্যে মহিলাদের গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে (Free LPG Gas Cylinder)। এর ফলে বহু পরিবার উপকৃত হবে। তবে কারা এই গ্যাস সিলিন্ডার বিনামূল্যে পাবেন? এই সকল তথ্য দেব এই আর্টিকেলের মাধ্যমে।
Free Gas Cylinder Yojana (Pradhan Mantri Ujjwala Yojana Scheme) :-
দীপাবলীর আগেই মহিলারা বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার পাবেন। তবে এটি সমস্ত এলপিজি গ্রাহকরা পাবেন না। কেবলমাত্র যারা উজ্জ্বলা যোজনা গ্রাহক তারা এই গ্যাসের সিলিন্ডারটি পাবেন।
কাদের জন্য এই সুবিধা (Free Gas Cylinder Yojana) ?
১) আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
২) মহিলাটির বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
৩) ওই পরিবারের অন্য কোনো ব্যক্তির নামে এলপিজি গ্যাসের কানেকশন থাকা চলবে না।
৪) তফসিলি জাতি (SC) বা তফসিলি উপজাতি (ST), প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী বা অন্ত্যোদয় অন্ন যোজনায় নাম লেখানো থাকতে হবে।
আরও পড়ুন: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
এই প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীদের যে গুরুত্বপূর্ণ নথি গুলি প্রয়োজন সেগুলি হল
১) PMUY KYC ফর্ম
২) ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড
৩) আধার কার্ড বা ভোটার কার্ডের কপি।
কিভাবে আবেদন করবেন (Free Gas Cylinder Yojana) ?
১) উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশনে আবেদনের জন্য প্রথমে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
৩) নাম, ঠিকানা, পরিচয়পত্রের তথ্য, এবং ব্যাংক সংক্রান্ত তথ্য দিয়ে ফর্মটি নির্ভুল ভাবে পূরণ করতে হবে।
৩) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।
৪) যদি ফর্মটি নির্ভুল ভাবে পূরণ করে থাকেন তবে সরকার সেটা গ্রহণ করে সময় মত উজ্জ্বলা যোজনার গ্যাসের সিলিন্ডার আপনার বাড়িতে সরবরাহ করবে।
ONLINE APPLY :- CLICK HERE
তবে এটা পশ্চিমবঙ্গ রাজ্যের বাসীদের জন্য নয়। বিনামূল্যে গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন: পুজোর আগেই বাড়লো রান্নার গ্যাসের দাম | Lpg Price In Wb
আরও পড়ুন: ২০১৯ সালের আগের গ্যাস কানেকশন থাকলে এই কাজটি করতে হবে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |