Lpg Price In Wb: অক্টোবর মাস হল বাঙালির কাছে উৎসবের মাস। গোটা মাসটা জুড়ে ই থাকে দুর্গাপুজো কালীপুজো, ভাইফোঁটা প্রভৃতি উৎসব।
আর এবারের পুজোর আগেই বড় ধাক্কা খেলো ভারতবাসীরা। সম্প্রতি কেন্দ্র সরকার গ্যাসের দাম বৃদ্ধি করেছে।
Lpg Price In Wb:-
এক ধাক্কায় এলপিজি গ্যাস সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৪৮.৫০ টাকা। এই দাম কার্যকর হবে আজ অর্থাৎ পয়লা অক্টোবর থেকে।
আজ থেকে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এটি কিন্তু গৃহস্থলীর গ্যাস সিলিন্ডারের জন্য না। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে।
আজ থেকে রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। প্রতি সিলিন্ডারে ৪৮.৫০ টাকা করে বেশি দিতে হবে মানুষদের।
১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে ১৭৪০ টাকায়। গত মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১৬৯১.৫০ টাকা। আজ থেকে ৪৮.৫০ টাকা বৃদ্ধি পেয়ে দাম দাঁড়ালো ১৭৪০ টাকা।
কলকাতাবাসীদের জন্য ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম রাখা হল ১৮৫০ টাকা। সেপ্টেম্বর মাসে এর দাম ছিল ১৮০২.৫০ টাকা।
এখন থেকে মুম্বইতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস পাওয়া যাবে ১৬৯২ টাকায়। সেপ্টেম্বরে এই দাম ছিল ১৬৪৪ টাকা। এখন ৪৮ টাকা বৃদ্ধি পেয়েছে।
আগে চেন্নাইতে এলপিজি সিলিন্ডার নিতে গেলে খরচ করতে হত ১৮৫৫ টাকা। এখন হয়েছে ১৯০৩ টাকা। সমগ্র ভারতবর্ষে কেবলমাত্র বাণিজ্যিক গ্যাসের দামই বৃদ্ধি পেয়েছে। গৃহস্থালী গ্যাসের দামের কোনো পরিবর্তন আনা হয়নি।
আরও পড়ুন: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন
তিন মাস ধরে বেড়েই চলেছে দাম
দেশের সরকারি তেল ও গ্যাস বিপননকারী সংস্থাগুলি এই বাণিজ্যিক গ্যাসের দাম কিছুদিন পর পরই বাড়িয়ে চলেছে। অক্টোবর মাসে বৃদ্ধি পেয়েছে ৪৮.৫০ টাকা।
সেপ্টেম্বর মাসে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল ৩৯ টাকা। অগাস্টেও এই গ্যাস সিলিন্ডারের দাম ৮-৯ টাকা বেড়েছিল (Lpg Price In Wb)।
এপ্রিল-জুলাইয়ের থেকে দাম কমেছে
আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রতি মাসেই বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেলেও এপ্রিল মাস থেকে জুলাইয়ের মধ্যে সরকারি তেল ও গ্যাস বিপণনকারী সংস্থাগুলি গ্যাসের দাম কমিয়ে ছিল।
কিন্তু নতুন অর্থবর্ষ শুরুর ৩-৪ মাসের মধ্যে এই গ্যাসের দাম হু হু করে বেড়েই চলেছে।
আরও পড়ুন: ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension
আরও পড়ুন: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dhukbe
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |