Saturday, December 14, 2024
HomeচাকরিGroup C Recruitment 2024: পৌরসভায় গ্রুপ সি নিয়োগ শুরু, অনলাইন আবেদন করুন

Group C Recruitment 2024: পৌরসভায় গ্রুপ সি নিয়োগ শুরু, অনলাইন আবেদন করুন

Group C Recruitment 2024:পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর। পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ পৌরসভায় গ্রুপ সি পদে নতুন করে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে মেয়েরা এখানে আবেদন পত্র জমা করতে পারবেন । কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি রয়েছে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হলো।

নোটিশ নাম্বার :- WBMSC/WEB/05

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পদের নাম- Sub Register ( সাব রেজিস্ট্রার )

শিক্ষাগত যোগ্যতা- 

এই পদে আবেদনকারীদের যে কোন স্বীকৃত প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথিক মেডিসিন বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রী পাশ করে থাকা বাধ্যতামূলক

মাসিক বেতন-

কর্মরত প্রার্থীদের মাসিক বেতন রাজ্য সরকারের 14 লেভেল (ROPA ২০১৯) অনুযায়ী দেওয়া হবে

আরও পড়ুন:- ইন্টারভিউ এর মাধ্যমে BDO অফিসে সুপারভাইজার নিয়োগ, বেতন মাসে ১০ হাজার টাকা

বয়স সীমা-

আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বয়স হিসাবে।

Group C Recruitment 2024 আবেদন পদ্ধতি-

চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন পত্রটি জমা করতে হবে । অনলাইন আবেদনের লিংক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে । সেই ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীরা নিজস্ব তথ্য গুলির সঠিকভাবে পূরণ করে সমস্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করে দেবেন । তারপর ফি জমা করে আবেদন পত্রটি সাবমিট করে দেবেন।

আবেদন ফি-

আবেদনকারীরা যদি সংরক্ষিত শ্রেণীর (SC,ST) হয়ে থাকেন তাহলে ফ্রি হিসাবে ৫০ টাকা নেয়া হবে এবং যদি আপনি সংরক্ষিত শ্রেণীর মধ্যে না পড়েন ( OBC, GEN) তাহলে আপনাকে মোট ২০০ টাকা জমা করতে হবে।

আরও পড়ুন:- Wb Panchayat Recruitment 2024: প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

গুরুত্বপূর্ণ তারিখ –

আবেদন করার শেষ তারিখ ৬ এপ্রিল ২০২৪

Group C Recruitment 2024 Notice Download:-

CLICK HERE

Apply Online:-

CLICK HERE

আরও পড়ুন:- Icds Recruitment 2024 : ২৩ টি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু! আবেদন করুন

আরও পড়ুন:- Civic Volunteer Salary 2024 : বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের মাইনে| বোনাস, ভাতা সহ একগুচ্ছ সুবিধা

Most Popular