Sunday, October 6, 2024
HomeচাকরিIcds Recruitment 2024 : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন...

Icds Recruitment 2024 : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন

Icds Recruitment 2024 : কিছুদিন আগেই রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন , রাজ্যে ৩৫০০০ শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া জেলাভিত্তিক শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ প্রতিটি জেলা ক্রমশ তাদের জেলার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে ।

অনেক জেলাতেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের আবেদন নেওয়া চলছে। বর্তমানে আবারও একটি নতুন জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলো।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর বর্তমানে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে আপনারা কিভাবে আবেদন করবেন , শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ,মোট শূন্যপদ কয়টি, বয়সসীমা কত, কিভাবে নিয়োগ হবে, কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত আজকের প্রতিবেদনে আলোচনা করবো ।

পদের নাম:- অঙ্গনওয়াড়ি সহায়িকা (ICDS HELPER) ।

শূন্যপদ:-

প্রতিটি ব্লকের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী নির্দিষ্ট শূন্য পদ প্রকাশ করা হয়েছে, অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিংক আপনাদের সুবিধার্থে এই প্রতিবেদনের নিচেই দেওয়া হয়েছে। নোটিশ ডাউনলোড করে সেখানে আপনারা ব্লক অনুযায়ী শূন্য পদ দেখে নেবেন

আরও পড়ুন:- Wb Civic Volunteer Recruitment 2024 :১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্য!

শিক্ষাগত যোগ্যতা:-

মহিলা চাকরিপ্রার্থীদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আগে আবেদন করতে গেলে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হতো। কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে তাই চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করবার জন্য

বয়স:-

চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে

নিয়োগ পদ্ধতি :-

চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে ৯০ নাম্বারের । লিখিত পরীক্ষাটি হবে দু’ঘণ্টার। পরীক্ষায় পাস করলে মৌখিক পরীক্ষা নেওয়া হবে । মৌখিক পরীক্ষায় ১০ নাম্বার থাকবে। যে সকল চাকরি প্রার্থীরা সফল হবে তাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। লিস্টে নাম থাকলে চাকরি পাবেন।

লিখিত পরীক্ষার পাঠক্রম :-

চাকরিপ্রার্থীদের যে ৯০ নাম্বারে লিখিত পরীক্ষা নেয়া হবে তাতে সিলেবাস থাকবে

১) স্থানীয় ভাষায় ১৫০ টি শব্দের মধ্যে একটি রচনা লিখন ( অষ্টম শ্রেণী মানের )- ১৫ নাম্বার

২) পার্টি গণিত (অষ্টম শ্রেণী মানের) – ২০ নাম্বার

৩) পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন- ১৫ নম্বর।

৪) ইংরেজি ( সরল ও প্রাথমিক জ্ঞান ), সরল অনুবাদ (অষ্টম /নবম শ্রেণী মানের) – ২০ নাম্বার

৫) সাধারণ জ্ঞানের প্রশ্ন- ২০ নাম্বার।

আরও পড়ুন:- Icds Recruitment 2024 : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন

Icds Recruitment 2024 আবেদন পদ্ধতি:-

চাকরি প্রার্থীদের জেলার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন

গুরুত্বপূর্ণ তারিখ:- 

আবেদন করার শেষ তারিখ ২ রা এপ্রিল রাত্রি ১১ টা

Icds Recruitment 2024 কোন কোন ব্লকে আবেদন শুরু হয়েছে:-

অন্যান্য জেলার মতো বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ, পানিহাটি, নৈহাটি, ব্যারাকপুর, টিটাগড়, কামারহাটি, বারাসাত, বাগদা, হিজলগঞ্জ, সন্দেশখালি , স্বরূপনগর ,উত্তর দমদম, অশোকনগর, মধ্যমগ্রাম, কাজরাপাড়া, বসিরহাট এবং গারুলিয়া এই ব্লকগুলিতে আবেদন নেয়া হবে।

আরও পড়ুন:- Wb Panchayat Recruitment 2024: প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

Official Notice:- DOWNLOAD HERE

Online Apply:- CLICK HERE

আরও পড়ুন:- Forest Volunteer : রাজ্যে ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন

Most Popular