Icds Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর । কিছুদিন আগেই রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশীপাঁজা বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন ৩৫০০০ হাজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং ও সহায়িকা নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া বিভিন্ন জেলাতে শুরু হয়ে গিয়েছে।
বর্তমানে জেলাভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের নিয়োগ শুরু হয়েছে। কিভাবে আপনারা আবেদন করবেন, কোন কোন জেলায় আবেদন শুরু হয়েছে, বেতন কত পাবেন, কোন জেলায় কত শূন্য পদ পেরিয়েছে, পরবর্তী সময়ে কোন কোন জেলায় আবেদন নেওয়া হবে, কি রয়েছে যোগ্যতা বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো
শিক্ষাগত যোগ্যতা:- অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা হতে গেলে চাকরিপ্রার্থীদের নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তবে বিভিন্ন জেলাতে মাধ্যমিক পাশ যোগ্যতাতেও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করা যাচ্ছে
আরও পড়ুন:- Kolkata Police Constable Recruitment 2024 : কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ আবেদন শুরু
বর্তমানে কোন কোন জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের আবেদন চলছে:-
আলিপুরদুয়ার, দার্জিলিং, হুগলী, কালিম্পং, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিনে অঙ্গনওয়াড়ি কর্মীর আবেদন নেওয়া হচ্ছে। বাকি জেলাগুলিতে খুব শীঘ্রই আবেদন নেওয়া হবে। যখন অন্যান্য জেলাতে আবেদন নেওয়া হবে তখন আপনাদেরকে আবারো প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানিয়ে দেবো
Icds Recruitment 2024 অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন :-
বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যারা রয়েছেন তাদেরকে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েই ভাতা প্রদান করে । অঙ্গনওয়াড়ি কর্মী যারা তারা ৮,২৫০ টাকা ভাতা পান, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে ৬,৩০০ টাকা মাসিক ভাতা দেওয়া হয় । অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের ক্ষেত্রে ৩২০০০ টাকা মাসিক বেতন দেওয়া হয়।
আরও পড়ুন:- ICDS Job 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন
অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন পদ্ধতি (Icds Recruitment 2024) :-
বিভিন্ন জেলার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদনের পদ্ধতি ভিন্ন রকম । কোন জেলাতে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে যেমন- আলিপুরদুয়ার জেলাতে ।
আবার বিভিন্ন জেলাতে অফিসে গিয়ে ফর্ম জমা করতে হচ্ছে। অর্থাৎ অফ লাইনে আবেদন হচ্ছে । এবার আপনার ব্লকে বা জেলাতে যখন আবেদন শুরু হবে, তখন অফিসিয়াল নোটিশ অনুযায়ী অনলাইন না অফলাইন আবেদন হবে সেটা বলা থাকবে। সেই মতো আপনাদেরকে আবেদন করতে হবে।
অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের নোটিশ ডাউনলোড:-
আলিপুরদুয়ার জেলা- NOTICE DOWNLOAD
হুগলি জেলা – NOTICE DOWNLOAD
পশ্চিম বর্ধমান জেলা- NOTICE DOWNLOAD
কালিম্পং জেলা- NOTICE DOWNLOAD
দাজি্লিঙ জেলা :- NOTICE DOWNLOAD
আরও পড়ুন:- Wb Civic Volunteer Recruitment 2024 :১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্য!
আরও পড়ুন:- Forest Volunteer : রাজ্যে ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন