Wednesday, December 11, 2024
Homeটেক নিউজIpl 2024 schedule |Ipl 2024 |Ipl 2024 tickets |ipl 2024 date

Ipl 2024 schedule |Ipl 2024 |Ipl 2024 tickets |ipl 2024 date

Ipl 2024 schedule: অবশেষে প্রকাশিত হলো ২০২৪ সালে আইপিএলের আংশিক সূচি। ২০২৪ সালে যেহেতু লোকসভা ভোট রয়েছে সেই কারণে সম্পূর্ণ সূচি এখনো ঘোষণা করা হয়নি ।

লোকসভা ভোট ঘোষণার পরেই সম্পূর্ণ সময়সূচি  প্রকাশ করা হবে। বর্তমানে ৭ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত যে ম্যাচগুলি হবে তার লিস্ট প্রকাশ করা হয়েছে । ক্রিকেটপ্রেমীদের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে এই আইপিএল (IPL 2024) হয়তো মহেন্দ্র সিং ধোনির জন্য শেষ মরসুম।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দিয়েই এবারের আইপিএল (IPL 2024) ম্যাচ শুরু হতে চলেছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ২০২৪ আইপিএল এর সূচি (Ipl 2024 schedule) প্রকাশ করেছে বিসিসিআই ।

প্রথম ১৫ দিনের সুচি ঘোষণা করা হয়েছে । এইবারের আইপিএল শুরু হচ্ছে একমাস পর অর্থাৎ ২২ শে মার্চ ২০২৪ তারিখ থেকে। যে সূচি ঘোষণা করা হয়েছে সেই সূচি অনুযায়ী দেখা যাচ্ছে ধোনির দলের সঙ্গে ম্যাচ খেলেই আইপিএল অভিযান শুরু করতে চলেছে বিরাট কোহলির দল (CSK Vs RCB)।

কলকাতাতে সবার প্রথম ম্যাচ হতে চলেছে কলকাতা বনাম সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলাটি হবে ২৩ শে মার্চ ইডেন গাডেনে সাড়ে ৬ টায় শুরু হবে এই ম্যাচ। কলকাতার দ্বিতীয় ম্যাচটি হবে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যেটি ২৯ শে মার্চ বেঙ্গালুরু স্টেডিয়ামে হবে এবং তৃতীয় ম্যাচটি ৩ রা এপ্রিল দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ভাইজেকে হবে ।

SEE MORE: Food Si Admit Card Download 2024: Food Si কবে পরীক্ষা ,অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন

এর আগেই আইপিএলের সভাপতি অরুন ধোমাল জানিয়ে দিয়েছিলেন ২২ মার্চ থেকে আইপিএল শুরু হবে । পাশাপাশি তিনি জানিয়েছিলেন দুই দফায় আইপিএলের সময়সূচি (Ipl 2024 schedule) প্রকাশ করা হবে কারন এ বছরেই ভারতে লোকসভা ভোট রয়েছে, সে কারণে নিরাপত্তায় সমস্যা হতে পারে । তাই তাড়াহুড়ো করতে নারাজ। ভোটের ঘোষণার পরেই পরবর্তী আইপিএলের সময়সূচী (Ipl 2024 schedule) প্রকাশ করা হবে ।

আইপিএলের সভাপতি ধমাল এর মতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ শে মে 2024 তারিখে । এইবারের আইপিএলে (IPL 2024)৭৪ টি ম্যাচ হবে গতবারের মতোই ৬০ দিনের পরিবর্তে এবারের টুর্নামেন্টে ৬৭ দিন ধরে অনুষ্ঠিত হবে ।

লোকসভা ভোটের কারণে আইপিএলের (IPL 2024)সময়সূচী এক সপ্তাহ বাড়ানো হয়েছে । ২০১৯ সালে দেশে লোকসভা ভোট হয়েছিল সেই সময়ও এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল দুই ভাগে সময় সূচি (Ipl 2024 schedule) প্রকাশ করা হয়েছিল

Ipl 2024 schedule
Ipl 2024 schedule

Most Popular