Wednesday, July 3, 2024
Homeঅন্যান্যJob Card Form :জব কার্ডের টাকা পেতে এই ফর্মটি জমা করুন ,নাহলে...

Job Card Form :জব কার্ডের টাকা পেতে এই ফর্মটি জমা করুন ,নাহলে টাকা পাবেন না

Job Card Form: দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গের জব কার্ড ধারীরা তাদের কাজ করা বকেয়া টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন । সম্প্রতি কিছুদিন আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী ১০০ দিনের ধন্যামঞ্চ থেকে ঘোষণা করেছিলেন ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ জব কার্ড ধারীকে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা দেবে

এবং সেই টাকাটি সম্পূর্ণ রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকেই দেবে । পরবর্তী সময়ে তথ্য যাচাই করতে গিয়ে দেখা গেছে ব্যাংকের বিভিন্ন রকম সমস্যা, কাগজপত্রের বিভিন্ন রকম সমস্যা জন্য টাকা দেওয়ার তারিখ পিছিয়ে দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

তবে এই টাকা পাওয়ার জন্য সরকারের তরফ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে প্রত্যেকের ব্যাংক একাউন্ট ভেরিফিকেশন করা হচ্ছে, ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা চেক করা হচ্ছে, এছাড়াও একটি করে ফর্ম (Job Card Form) সকলের কাছ থেকেই জমা নেওয়া হচ্ছে ।

আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো সেই ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন? কিভাবে সেই ফর্ম ফিলাপ করবেন? তার সঙ্গে কি কি কাগজপত্র জমা করতে হবে?

Job Card Form ফিলাপ কিভাবে করবেন :-

১) ফর্মের উপরেই ফর্ম নাম্বার লেখা থাকবে ওখানে আপনাকে কোন কিছু লিখতে হবে না

২) তারপর আপনার নাম লিখবেন, আপনার বয়স লিখবেন, আপনার লিঙ্গ লিখবেন

৩) তারপর আপনার ফোন নাম্বার দেবেন, জব কার্ডের নাম্বার বসাবেন, ঠিকানা বসাবেন

৪) তারপর আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড ফর্ম এর নির্দিষ্ট ঘরে ঘরে বসিয়ে দেবেন

৫) ফর্মের সর্ব নিচে আবারও আপনাদেরকে আপনাদের নাম, বয়স, লিঙ্গ, ফোন নাম্বার, জব কার্ডের নাম্বার, ঠিকানা লিখতে হবে।

৬) ফর্মের সব থেকে নিচে আধিকারিক এর স্বাক্ষরের ঘরে আপনারা কোন কিছু লিখবেন না, যেখানে ফর্ম জমা নেওয়া হবে সেখানে আধিকারিকরা সই করবে এবং নিচের স্লিপটি কেটে আপনাকে দিয়ে দেবে

আরও পড়ুন :- Job Card List:২১ ফেব্রুয়ারি জব কার্ডের টাকা কারা পাবে লিস্ট দেখুন

ফর্মের সঙ্গে কি কি কাগজ জমা করতে হবে:-

১) জব কার্ডের জেরক্স

২) ভোটার কার্ডের জেরক্স

৩) আধার কার্ডের জেরক্স

৪) ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স

ফর্ম কোথায় জমা দেবেন:-

বর্তমানে প্রতিটি পঞ্চায়েত, পৌরসভা তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যাম্প করা হচ্ছে । সেই ক্যাম্পেই আপনারা ফর্ম জমা দেবেন

ফর্ম জমা দেওয়ার কতদিন পর টাকা পাবেন:-

মূলত এই ফর্ম জমা নেওয়ার ক্যাম ২৫ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে । তারপর আপনাদের জমা দেওয়া তথ্য গুলি যাচাই করা হবে এবং আপনি যোগ্য হলে ১ লা মার্চ ২০২৪ থেকে আপনাদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানো শুরু হবে।

সবাই কি টাকা পাবে ?

সবাই কিন্তু টাকা পাবেন না, যারা লাস্ট দু বছরে কাজ করে কোন টাকা পাননি কেবলমাত্র তারাই টাকা পাবেন , বাকিরা টাকা পাবেন না

আরও পড়ুন :- Job Card Payment List: জব কার্ডের টাকা কে কত পাবে লিস্ট দেখুন

ফর্ম কোথায় পাবেন (Job Card Form):-

Job Card Form আপনারা বর্তমানে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ক্যাম্প গুলি করা হচ্ছে, সেই ক্যাম্প থেকেই সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম গুলি দেওয়া হচ্ছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন । নিচের লিংকে ক্লিক করে আপনারা ফর্ম ডাউনলোড করতে পারেন তবে আপনারা ক্যাম্প থেকে ফর্ম নিয়ে জমা দেওয়ার চেষ্টা করবেন , ডাউনলোড ফ্রম জমা দেবেন না

ফরম ডাউনলোড লিংক 👇👇

Job Card Form
Job Card Form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular