Sunday, December 15, 2024
Homeটেক নিউজJob Card Payment List: জব কার্ডের টাকা কে কত পাবে লিস্ট দেখুন

Job Card Payment List: জব কার্ডের টাকা কে কত পাবে লিস্ট দেখুন

দুই বছর হল জব কার্ডের কাজ করে পশ্চিমবঙ্গের জব কার্ডের শ্রমিকরা এখন পর্যন্ত কোন টাকা পায়নি । বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ তুলে কেন্দ্র সরকার সেই টাকা আটকে রেখেছে ।

বারবার রাজ্যের তরফ থেকে কেন্দ্র কে চিঠি দেওয়া হয়েছে,কেন্দ্র থেকে বিভিন্ন টিম রাজ্যে এসে তদন্ত করেছে, স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারপরেও কেন্দ্র থেকে রাজ্যকে জব কার্ডের টাকা দেওয়া হয়নি ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now


অবশেষে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে জব কার্ড ধারকদের বকেয়া টাকা নিজেদের কোষাগার থেকেই শ্রমিকদের দেওয়া হবে। সেই মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রাজ্যের জব কার্ডের কাজ করে টাকা না পাওয়া ২১ লক্ষ শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবেন।


২১ ফেব্রুয়ারি কারা কারা টাকা পাবেন? কত টাকা পাবেন? বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা দেখিয়ে দেবো


জব কার্ডের টাকা কে কত টাকা পাবে কিভাবে চেক করবেন (Job Card Payment List) :-

১) সবার প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন https://nrega.nic.in/stHome.aspx


২) তারপর আপনার রাজ্যের নাম চয়েস করুন


৩) তারপর আপনার সামনে মূল ওয়েবসাইট খুলে যাবে,  Transparency & Accountability নিচে Muster Roll অপশনে ক্লিক করবেন

Job Card Payment List

Job Card Payment List


৪) তার পর লগ ইন পেজ চলে আসবে, এখানে অর্থ বর্ষ, জেলা, ব্লকের নাম সিলেক্ট করুন

SEE MORE:- Samudra Sathi Prakalpa: মাসে ৫০০০ টাকা দিবে মুখ্যমন্ত্রী মমতা, নতুন প্রকল্প আবেদন শুরু


৫) তার পর নতুন পেজ আসবে সেখানে Filled Muster Rool অপশনে ক্লিক করুন


৬) তারপর সিলেক্ট অপশনে ক্লিক করে আপনি কোন কাজটি করেছেন সেটা সিলেক্ট করুন এবং MSR নম্বর সিলেক্ট করুন


৭) তাহলেই আপনার সামনে নতুন লিস্ট চলে আসবে, কারা কারা কাজ করেছে,তাদের জব কার্ডের নাম্বার, কত দিন কাজ করেছে,তাদের কত টাকা বাকি রয়েছে, সমস্ত কিছু ওই লিস্ট টাতে আপনাদেরকে দেখিয়ে দেবে


আরও পড়ুন:- Aadhar Activation Form: বাতিল আধার চালু করার ফর্ম জমা নেওয়া শুরু, এক্ষুনি জমা করুন

☑️ জব কার্ডের টাকা চেক করার লিংক – এখানে হাত দিন

☑️ টাকা চেক করার ওয়েবসাইট :- Click Here

SEE MORE:- karmashree Scheme: রাজ্যে নতুন প্রকল্প চালু, ১০০০০ টাকা দিবে মুখ্যমন্ত্রী

Most Popular