Monday, July 8, 2024
Homeট্রেন্ডিংJob Card Payment: জব কার্ডের টাকা ছাড়া শুরু হলো, কারা টাকা পাবে...

Job Card Payment: জব কার্ডের টাকা ছাড়া শুরু হলো, কারা টাকা পাবে কারা পাবেনা দেখুন

Job Card Payment: রাজ্যের জব কার্ড ধারীদের জন্য খুবই খুশির খবর । দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এবার রাজ্যের ৫০ লক্ষ জব কার্ড উপভোক্তারা তাদের ব্যাঙ্ক একাউন্টে জব কার্ডের টাকা পেতে চলেছেন। গত দু’বছর ধরে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জব কার্ডধারীদের টাকা বন্ধ করে দিয়েছে। ফলে যে সকল জব কার্ডধারীরা কাজ করেছিলেন তারাও তাদের ব্যাংক একাউন্টে টাকা পায়নি।

সম্প্রতি আমরা বিভিন্ন সময় দেখেছি রাজ্য এবং কেন্দ্র এই বিষয়ে বারবার বৈঠক করেছে। রাজ্য সরকারের তরফ থেকে নানান প্রতিবাদ কর্মসূচি কেন্দ্র সরকারের বিরুদ্ধে করা হয়েছে। তার পরেও কেন্দ্র সরকার টাকা দেয়নি। অবশেষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন তাদের জন্য রাজ্য সরকার নিজেরা টাকা দেবে (Job Card Payment)

প্রথম ঘোষণা তে তিনি বলেছিলেন রাজ্যের ২১ লক্ষ জব কার্ড ধারীদের টাকা ২১ শে ফেব্রুয়ারি ছাড়া হবে। পরবর্তী সময়ে দেখা গেছে ২১ লক্ষ এর বেশি জব কার্ড হোল্ডাররা বঞ্চিত হয়েছেন । ফলে ২১ শে ফেব্রুয়ারি যে টাকা দিবে বলেছিল সেই তারিখ মুখ্যমন্ত্রীকে পিছোতে হয়।

আরও পড়ুন:- Job Card Form :জব কার্ডের টাকা পেতে এই ফর্মটি জমা করুন ,নাহলে টাকা পাবেন না

নতুন ঘোষণা অনুযায়ী বলা হয়েছিল ২৬ শে ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া হবে, ১ লা মার্চের মধ্যে সবাই টাকা পেয়ে যাবেন। সেই ঘোষণাতেই সরকারিভাবে সিলমোহর দেয়া হয়েছে এবং নবান্ন সূত্রে বলা হয়েছে ২৬ শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকেই জব কার্ড হোল্ডারদের টাকা ছাড়ার কাজ শুরু হবে এবং সেই ১ লা মার্চের মধ্যেই সকলের ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে।

ইতিমধ্যেই প্রশাসনের তরফে এই বিষয়ে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে । তবে জেলা প্রশাসনের মাধ্যমে ডোর টু ডোর সমীক্ষা করা হয়েছিল তাতে চাঞ্চল্যকর একটি বিষয় উঠে আসছে। দেখা যাচ্ছে অনেকেই ২০১৫-১৬ সাল থেকে নানান কারণে তাদের কেন্দ্র সরকার জব কার্ডের টাকা দেইনি ।

এবার তাদের টাকাও রাজ্য সরকার মিটিয়ে দেবে। ফলে সংখ্যাটা ৫০ লক্ষ উপভোক্তা তে গিয়ে দাঁড়াচ্ছে ।

বকেয়া টাকা মেটানোর জন্য রাজ্য সরকার এবারের রাজ্য বাজেটে ৩৭০০ কোটি টাকা খরচ করবে সেই মতো বরাদ্দ করা হয়েছে।

কবে টাকা পাবেন:-

নবান্ন সূত্রে খবর ২৬ তারিখ থেকে টাকা ছাড়া শুরু হচ্ছে সেই টাকা সকলেরই ১ লা মার্চের মধ্যেই ব্যাংক একাউন্টে ঢুকে যাবে

আরও পড়ুন:- Job Card Payment List: জব কার্ডের টাকা কে কত পাবে লিস্ট দেখুন

কারা টাকা পাবে:-

যে সকল উপভোক্তাদের জব কার্ড রয়েছে এবং যারা ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত জব কার্ডের কাজ করে টাকা পাননি তাদেরকে টাকা দেওয়া হবে।

কাদের টাকা দেয়া হবে না:-

যাদের জব কার্ড নেই তাদেরকে টাকা দেওয়া হবে না, এছাড়াও যাদের জব কার্ড রয়েছে অথচ যারা কাজ করেনি বা যাদের কোন বকেয়া টাকা বাকি নেই তাদেরকে টাকা দেওয়া হবে না

কারা কত টাকা পাবেন:-

বর্তমানে যে টাকাগুলি ছাড়া হচ্ছে যে সকল জব কার্ড হোল্ডাররা কাজ করে টাকা পায়নি একমাত্র তারাই পাবেন, এবার যে জব কার্ড হোল্ডার যতদিন কাজ করে টাকা পায়নি সেই দিনের হিসেবে টাকা পাবেন , যার যত দিনের টাকা বাকি রয়েছে তিনি তত দিনের টাকা পাবেন

আরও পড়ুন:- Job Card List:২১ ফেব্রুয়ারি জব কার্ডের টাকা কারা পাবে লিস্ট দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular