Job Card Payment West Bengal: রাজ্যবাসীর জন্য খুবই খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যের জব কার্ড ধারীরা ১০০ দিনের কাজের টাকা ব্যাংক একাউন্টে পেতে শুরু করলো । ইতিমধ্যেই জেলায় জেলায় সেই টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে।
বর্তমানে একটি করে SMS পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জনসাধারণের মোবাইল নাম্বারে পাঠানো হচ্ছে। SMS কি বলা হয়েছে ,আপনাদের যদি টাকা না ঢুকে থাকে কত দিনের মধ্যে টাকা ঢুকবে, SMS পেয়েছেন অথচ টাকা ঢোকেনি তাহলে কি করবেন । আমরা আজকের এই প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করবো।
কারা টাকা পাবে:-
প্রথমেই বলে রাখি বর্তমানে যে ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিচ্ছে। কেন্দ্র সরকার দীর্ঘ দুই বছর ধরে টাকা আটকে রেখেছে, পশ্চিমবঙ্গের যে সকল জব কার্ড ধারীরা ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত জব কার্ডের কাজ করে টাকা পাননি। তাদেরকে বর্তমানে রাজ্য সরকার টাকা দিচ্ছে (Job Card Payment West Bengal)।
আরও পড়ুন:- Job Card Payment: জব কার্ডের টাকা ছাড়া শুরু হলো, কারা টাকা পাবে কারা পাবেনা দেখুন
Job Card Payment West Bengal কারা টাকা পাবে না:-
মূলত যাদের বাড়িতে জব কার্ড নেই তারা টাকা পাবেন না। এছাড়াও যাদের বাড়িতে জব কার্ড রয়েছে কিন্তু যাদের কোন টাকা বাকি নেই তারা টাকা পাবেন না
কত টাকা দিচ্ছে:-
বর্তমানে ১০০ দিনের কাজের যে টাকাগুলি দেওয়া হচ্ছে সেগুলি মূলত যারা কাজ করে টাকা পায়নি তাদের টাকা। এবার যে জব কার্ড ধারী যতদিন কাজ করে টাকা পাননি সেই অনুযায়ী তত দিনের বেতন তার ব্যাংক একাউন্টে পাঠানো হচ্ছে।
আরও পড়ুন:- Job Card Form :জব কার্ডের টাকা পেতে এই ফর্মটি জমা করুন ,নাহলে টাকা পাবেন না
Job Card Payment West Bengal কি ম্যাসেজ পাঠানো হচ্ছে?
বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মোবাইলে একটি করে ম্যাসেজ পাঠানো হচ্ছে। ম্যাসেজে বলা হচ্ছে,
প্রিয় সাথী, ১০০ দিনের কাজের আপনার প্রাপ্য মজুরি দুই বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে। আপনার প্রাপ্য টাকা আমি ইতিমধ্যেই আপনার একাউন্টে পাঠিয়েছি। আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে । আপনার একাউন্ট যাচাই করার অনুরোধ জানান। মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গ সরকার । এই ধরনের SMS বর্তমানে পাঠানো হচ্ছে
ম্যাসেজ পেয়েছেন অথচ টাকা ঢোকেনি?
আপনি যদি উপরের ওই এসএমএসটি পেয়ে থাকেন এখনো আপনার ব্যাংকে টাকা যদি না ঢুকে থাকে ,সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন বর্তমানে ২৬ শে ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এই টাকা দেওয়া চলবে ১ লা মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত । এর মধ্যেই আপনারা আপনাদের ব্যাংক একাউন্টে টাকা পেয়ে যাবেন
আরও পড়ুন:- Job Card Payment List: জব কার্ডের টাকা কে কত পাবে লিস্ট দেখুন
আরও পড়ুন:- Kolkata Police Constable Recruitment 2024 : কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ আবেদন শুরু