৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রাজ্য বাজেট প্রকাশিত হয়েছে এই বাজেটেই কর্মশ্রী (karmashree Scheme) নামে একটি নতুন প্রকল্পর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । কর্মশ্রী প্রকল্পটি কি, কিভাবে আবেদন করতে হবে ,আপনারা কত টাকা পাবেন , কারা আবেদন করতে পারবে ,এই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো
কর্মশ্রী প্রকল্প নিয়ে বাজেটে কি ঘোষণা করা হয়েছে?
বাজেটে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে জব কার্ডের( MGNREGA) টাকা বন্ধ করে রাজ্যের মানুষদের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে। গত দুবছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় ওইসব মানুষদের পাশে দাঁড়িয়েছে ইতিমধ্যেই ৮২৯৭ কোটি টাকা ব্যয়ে ৩৯ কোটি কর্ম দিবসের ব্যবস্থা করেছে । মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মা মাটি মানুষের সরকার নিজস্ব সক্ষমতায় কর্মশ্রী নামে (karmashree Scheme) একটি সুসংহত প্রকল্প চালু করছে । এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে ৫০ দিন কাজ করাবে এবং এই প্রকল্পটি মে ২০২৪ থেকে চালু হবে
আরও পড়ুন:- Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024
কর্মশ্রী প্রকল্পটি কি (karmashree Scheme) ?
মূলত এই প্রকল্পটি জব কার্ডের কাজেরই অনুরূপ অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে যাদের জব কার্ড রয়েছে তাদেরকে রাজ্য সরকার নিজেরা কাজ দেবে, নিজেরা কাজ করাবে এবং বছরে ৫০ দিনের কাজ দেবে এছাড়াও প্রতিদিনের যে জব কার্ডের বেতন রয়েছে সেই বেতন অনুযায়ী যারা কাজ করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই অনুপাতে টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে।
কর্মশ্রী প্রকল্পে কারা যোগ্য ?
মূলত পশ্চিমবঙ্গের যে সকল উপভোক্তাদের কাছে জব কার্ড রয়েছে তারা সকলেই কর্মশ্রী প্রকল্পে (karmashree Scheme) কাজ পাবেন। এছাড়াও কারো যদি জব কার্ড না থাকে তারাও নতুন জব কার্ডের জন্য আবেদন করে নতুন জব কার্ড হবার পর কর্মশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন
কর্মশ্রী প্রকল্পে কাজের আবেদন কিভাবে করতে হবে?
মূলত যাদের জব কার্ড রয়েছে তারা যখন কাজ মঞ্জুর হবে মাস্টার রোলে সই করে খুব সহজেই কর্মশ্রী প্রকল্পে কাজ করতে পারবে। এর জন্য আলাদাভাবে কোন ফর্ম ফিলাপ করার প্রয়োজন নেই, শুধুমাত্র জব কার্ড থাকলেই আপনারা কাজ পেয়ে যাবেন আপনাদের এলাকায়
কত টাকা পাবেন কর্মশ্রী প্রকল্পে (karmashree Scheme)?
বছরে ৫০ দিনের কাজ দেওয়া হবে, জব কার্ডে প্রতিদিনে যে রকম বেতন দেওয়া হয় সেই রকম বেতনই আপনারা পাবেন, এবার আপনি যতদিন কাজ করবেন সেই অনুপাতে হিসাব করে আপনার ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হবে
কর্মশ্রী প্রকল্পে নতুন আবেদন কিভাবে করবেন?
যাদের জব কার্ড নেই তাদেরকে প্রথমে আগে জব কার্ডের জন্য আবেদন করতে হবে। জব কার্ড হবার পর আপনি কর্মশ্রী প্রকল্পে কাজ পাবেন। নতুন জব কার্ড করবার জন্য পঞ্চায়েতে অথবা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে সঙ্গে আধার কার্ড ,ভোটার কার্ড, ব্যাংকের একাউন্ট ,রঙিন পাসপোর্ট দুই কপি ছবি লাগবে
কবে থেকে এই প্রকল্পটি চালু হবে ?
৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাজেট ঘোষণাতে বলা হয়েছে মে ২০২৪ তারিখ থেকে এই প্রকল্পটি চালু হবে
আরও পড়ুন:- Land Aadhaar Link: জমির সঙ্গে আধার লিঙ্ক করার অনলাইন পদ্ধতি দেখুন