Kolkata Science City Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের কলকাতা সাইন্স সিটিতে চাকরির সুযোগ।
দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর।
National Council of Science Museum (NCSM) পশ্চিমবঙ্গের কলকাতা দপ্তর থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে অনেক গুলো পদে স্টাফ নিয়োগ করা হবে।
বেকার যুবক যুবতীরা এই পদে (Kolkata Science City Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।
নিয়োগ সংস্থা: ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম (NCSM)
পোস্টের নামঃ এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। পদগুলি হলো –
- টেকনিশিয়ান এর মধ্যে কার্পেন্টার, ড্রাফটসম্যান, ইলেকট্রনিক্স।
- অফিস অ্যাসিস্ট্যান্ট।
মোট শুন্যপদঃ
এখানে ১২ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।
- টেকনিশিয়ান এ ০৬ জন। যার মধ্যে UR, SC তে শূন্যপদ ০১ টি এবং EWS ০৪ টি।
- অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ০৬ জন কে নিয়োগ করা হবে। যার মধ্যে UR ৩ টি, OBC ২ টি এবং SC ১ টি।
আরও পড়ুন:- ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension
অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে:-
বয়সসীমাঃ
৩০/০৯/২০২৪ তারিখ ধরে যে সকল প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য।
যোগ্যতাঃ
উচ্চমাধ্যমিক পাশ সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই পদে (Kolkata Science City Recruitment 2024) আবেদন করতে অবশ্যই কম্পিউটার বিষয়ে জ্ঞান সম্পন্ন হতে হবে। ১ মিনিটে ইংরেজিতে ৩৫ টি ওয়ার্ড এবং হিন্দিতে ৩০ টি ওয়ার্ড তোলার স্পিড থাকতে হবে কম্পিউটারে।
টেকনিশিয়ান পদগুলোর ক্ষেত্রে:-
বয়সসীমাঃ
৩০/০৯/২০২৪ তারিখ ধরে যে সকল প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য।
যোগ্যতাঃ
মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই পদে (Kolkata Science City Recruitment 2024) আবেদন করতে অবশ্যই ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
বেতনঃ এই পদে (Kolkata Science City Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে সর্বনিম্ন ১৯,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৩,২০০ টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে। সব মিলিয়ে ৩৭,৮৪৫ টাকা প্রদান করা হবে প্রথম মাসে।
আবেদন ফি: এই পদে (Kolkata Science City Recruitment 2024) আবেদন করতে আবেদন ফি লাগবে।
- এখানে আবেদন করতে ৮৮৫ টাকা আবেদন ফি দিতে হবে।
- মহিলা প্রার্থী, প্রাক্তন সরকারি কর্মী, শারীরিক প্রতিবন্ধী, তপশিলি জাতি বা তপশিলি উপজাতি শ্রেণীর অন্তর্ভুক্ত প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার ওয়েবসাইট: ncsm.gov.in/notice/career।
আপলোড করতে হবে:
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি (JPEG/JPG, সাইজ: 100 KB)
- স্ক্যান করা স্বাক্ষর (JPEG/JPG, সাইজ: 100 KB)
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।
আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।
আবেদন শেষঃ যা চলবে আগামী ৩০/০৯/২০২৪ তারিখ পর্যন্ত।
অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE
APPLY ONLINE:- CLICK HERE
আরও পড়ুন:- ১১৩০ জন কনস্টেবল নিয়োগ, অনলাইনে আবেদন করুন | CISF Recruitment 2024
আরও পড়ুন:- অষ্টম শ্রেণি পাশে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ | Wb Group D Recruitment 2024
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |