Sunday, December 15, 2024
Homeকৃষক সংক্রান্তKrishak Bandhu Account Invalid: কৃষকবন্ধু প্রকল্পে Account Invalid সমস্যার সমাধান দেখুন

Krishak Bandhu Account Invalid: কৃষকবন্ধু প্রকল্পে Account Invalid সমস্যার সমাধান দেখুন

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ব্যাংক একাউন্টে ঢুকবে? কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবো? এই নিয়ে কৃষকদের মধ্যে অনেক উন্মাদনা ছিল অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ২১ শে ডিসেম্বর ২০২২ নবান্ন সভাগৃহ থেকে দুপুর তিনটের সময় কৃষক বন্ধু রবি সিজনের টাকা দেবার শুভ সূচনা করলেন । এই খবর পেয়ে কৃষকরা খুবই আনন্দিত কিন্তু পরবর্তী সময়েই গোদের উপর বিষফোঁড়া হয়ে কৃষকদের সামনে বিভিন্ন সমস্যা হাজির হতে থাকলো। বেশিরভাগ কৃষকদেরই Dda Approve হয়ে রয়েছে Account Valid হয়নি আবার বেশকিছু কৃষকদের Dda Approve থেকে হঠাৎ করেই Account Invalid হয়ে গেছে , যেসকল কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে Account Invalid হয়ে গেছে তারা দুশ্চিন্তায় রয়েছেন কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন আমরা আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের Account Invalid সমস্যা সমাধান কিভাবে করবেন, এটি কেন এসেছে সমস্তটাই আলোচনা করবো

Account Invalid আসার কারণ:-

১) কৃষক বন্ধু প্রকল্পের কোন টেকনিক্যাল সমস্যা বা সার্ভারজনিত সমস্যা থাকার জন্য এই সমস্যাটি আসতে পারে
২) আপনার ব্যাংক সাময়িক বন্ধ হয়ে গিয়েছে ,ব্যাংক সচল নেই সেই কারণেও Account Invalid আসতে পারে
৩) আপনার ব্যাংকের নামের সঙ্গে ভোটার বা আধার কার্ডের নামের মিল নেই সেই কারণেও আসতে পারে
৪) এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের ব্যাংকের নাম্বার ,আইএফএসসি কোড ভুল এন্ট্রি করা হয়েছে, সেই কারণেও আসতে পারে

Account Invalid সমস্যার সমাধান কিভাবে করবেন:-

১) যদি এটি কোন সার্ভারজনিত সমস্যার কারণে হয়ে থাকে তাহলে কিছু সময় পরে অটোমেটিক এই সমস্যার সমাধান হয়ে যাবে
২) যদি আপনার ব্যাংক অচল হওয়ার কারণে বা সাময়িক বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে একাউন্টটি পুনরায় সচল করতে হবে
৩) সর্বশেষ আপনাকে আপনাদের নিকটবর্তী সহ কৃষি অধিকর্তা মানে কৃষিদপ্তরে (ADA) ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের নথি এবং জমির রেকর্ড এই কাগজ গুলি সঙ্গে নিয়ে যেতে হবে,এই কাগজগুলি কৃষিঅফিসে জমা দিলেই তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ডিটেলস গুলি এন্টি করে দিলেই এই Account Invalid সমস্যাটি সমাধান হয়ে যাবে
বি: দ্র: :- কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনাদের যদি Account Invalid সমস্যাটি আছে অতিসত্বর আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের নথি ও জমির রেকর্ড এই কাগজপত্রগুলি নিয়ে অফিসে যোগাযোগ করুন

Account Invalid থাকলে কবে টাকা পাবেন:-

যখনই Account Invalid এর সমস্যাটা সমাধান হয়ে যাবে Transaction Status এর ঘরে আপনাদের Dda Approved ( Corrected Invalid Bank Account) লেখাটি চলে আসবে তারপর Account Valid হবে তারপর আপনি টাকা পেয়ে যাবেন। সুতরাং অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকলে আপনারা এবারের রবি সিজনের টাকা পেয়ে যাবেন তবে আগে এই Account Invalid সমস্যাটি সমাধান করতে হবে

আরো নিত্যনতুন আপডেট ও খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন নিচের দেওয়া লিংকে ক্লিক করে (এখানে হাত দিন)

Most Popular