Saturday, December 14, 2024
Homeকৃষক সংক্রান্তKrishak Bandhu New Prakalpa: প্রত্যেক কৃষক পাবে ৩২০০০০ টাকা ,এক্ষুনি আবেদন করুন

Krishak Bandhu New Prakalpa: প্রত্যেক কৃষক পাবে ৩২০০০০ টাকা ,এক্ষুনি আবেদন করুন

কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর । পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার সর্বদাই কৃষকদের সার্বিক উন্নতির কথা চিন্তাভাবনা করে বিভিন্ন জনপ্রিয় প্রকল্প সূচনা করে থাকে, সেই রকমই একটি নতুন প্রকল্প কৃষকদের জন্য চালু করা হয়েছে পশ্চিমবঙ্গে । এই প্রকল্পটি অনেকেই আপনারা জানেন না এই প্রকল্পে আপনারা সর্বোচ্চ ৩২০০০০ টাকা সরকারি ভর্তুকি পেয়ে যেতে পারবেন
প্রকল্পের নাম হলো ধানের নাড়া ও খড় তত্ত্বাবধান স্কিম । মূলত এই প্রকল্পে আপনারা বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি কিনতে পারবেন তাও আবার ৫০% থেকে ৮০% সরকারি ভর্তুকিতে ।

প্রকল্পের সুবিধা:-

১) কম্বাইন হারভেস্টারে ধান কাটার পর মাঠে পড়ে থাকা খড় এছাড়াও নাড়া চাষিরা পুড়িয়ে ফেলেন এর ফলে পরিবেশ দূষণ হয় সে কথা চিন্তা ভাবনা করেই সরকারের তরফ থেকে সেই খড় ও নাড়া তত্ত্বাবধানে সরকারি আর্থিক সহায়তার সুযোগ
২) ধানের নাড়া এবং খড় তত্ত্বাবধানের পদ্ধতি বিষয়ে কৃষকরা কৃষি দপ্তরের কাছে পদ্ধতিগত প্রশিক্ষণ নিতে পারে
৩) আপনার জমিতে খড় ধানের নাড়া, তত্ত্বাবধান বিষয়ক প্রদর্শনী ক্ষেত্রের ব্যবস্থা আছে
৪) সর্বাধিক ৮০% ভর্তুকিতে নাড়া এবং খড় তত্ত্বাবধানে যন্ত্রপাতি কিনতে পারবেন কৃষকরা
৫) এছাড়াও কৃষকরা নাড়া এবং খড় তুলে নিয়ে কম্পোস্ট বা বায়ো গ্যাস তৈরি করলে আর্থিক সাহায্য পেতে পারবেন কৃষকরা।

আবেদনের জন্য কি কি কাগজ প্রয়োজন:-

১) আধার কার্ডের জেরক্স
২) ভোটার কার্ডের জেরক্স
৩) প্যান কার্ডের জেরক্স
৪) ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স
৫) জমির রেকর্ড এর জেরক্স
৬) কোটেশন
৭) ট্রাক্টরের ব্লু বুকের জেরক্স
৮) রেজিস্ট্রেশন সার্টিফিকেট (যদি থাকে)
৯) রিজোলুশন (অর্গানাইজেশন এর ক্ষেত্রে)

এই প্রকল্পে কি কি যন্ত্রপাতি আপনারা ভর্তুকিতে পাবেন তার লিস্ট দেওয়া হল নিচের লিংকে ক্লিক করে লিস্ট ডাউনলোড করে নিন 👇

(ডাউনলোড করুন)

আবেদনের সময়সীমা :-

অনলাইনে আবেদন পত্র মাটির কথা ডটনেট ওয়েবসাইট ব্যবহার করে আগামী ৭ ই ডিসেম্বর ২০২২ সকাল ১০ঃ৩০ থেকে ২৮ শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত গৃহীত হবে।

অনলাইন আবেদনের পদ্ধতি :-

প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করবেন এই google এ সার্চ করবেন Matirkotha.net তাহলে আপনার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে , ওয়েবসাইটে নিচের দিকে দেখবেন কৃষির যান্ত্রিকীকরণ বলে একটি অপশন রয়েছে সেই অপশনটাই ক্লিক করবেন।

তারপর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে সেখানে দেখতে পাবেন কৃষির যান্ত্রিকীকরণ 2022-2023 একটি অপশন দেওয়া রয়েছে সেই অপশনটাই ক্লিক করবেন।

তাহলে আপনার সামনে পরের পেজ আসবে সেখানে Applicant এবং Department দুটি অপশন দেখতে পাবেন আপনি Applicant অপশনটাই ক্লিক করবেন ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

তার পরবর্তী পেজে আপনাকে রেজিস্টার্ড করার একটি অপশন দেখাবে

আপনি রেজিস্ট্রেশন অপশনটা ক্লিক করবেন তারপর আপনার ডিটেলস ফিলাপ করে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন , অনলাইনে রেজিস্ট্রেশন করার পর আপনাদেরকে একটি প্রিন্ট আউট দেওয়া হবে সেটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র একসঙ্গে অ্যাটাচ করে আপনাকে আপনার জেলার কৃষি অফিসে জমা করতে হবে।

জেলা থেকে সমস্ত কাগজ ভেরিফিকেশন করার পর আপনার আবেদন অনুমোদন দিবে, তারপর আপনি যে যন্ত্র কেনার জন্য আবেদন করছেন সেই যন্ত্রটি ডিলারের কাছ থেকে কিনতে হবে , যন্ত্র কেনার পর যন্ত্র কেনার রিসিভ কপি সমেত আবার পুনরায় আপনাদেরকে জেলার কৃষি অফিসে গিয়ে জমা করতে হবে। রিসিভ কপি জমা দেওয়ার পর ভর্তুকীর টাকা আপনার দেওয়া ব্যাংক একাউন্টে কৃষি দপ্তরের তরফ থেকে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে

আবেদনের নিয়মাবলী :-

১) আবেদনকারী কৃষক কেবলমাত্র একটি যন্ত্রের জন্য আবেদন করতে পারবে
২) আবেদনকারীর ট্রাক্টর থাকতে হবে
৩) আবেদনের সময় ট্রাক্টরের ব্লু বুকের তথ্য জমা দিতে হবে

OFFICIAL WEBSITE:- CLICK HARE

আরো নিত্যনতুন আপডেট ও খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন নিচের দেওয়া লিংকে ক্লিক করে (এখানে হাত দিন)

Most Popular