Thursday, November 21, 2024
Homeকৃষক সংক্রান্তকৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

Krishak Bandhu Payment Date 2024: রাজ্য এবং কেন্দ্র সরকার কৃষকদের সহায়তার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের সৃষ্টি করেছে।

আজকে আমরা কেন্দ্র সরকার নয় বরং রাজ্য সরকারের একটি প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) কৃষকদের আর্থিক সহায়তা এবং উন্নত ধরনের যন্ত্রপাতি কেনার জন্য কৃষক বন্ধু প্রকল্পের সৃষ্টি করেছে। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে দুবার টাকা পায়।

রবি মোরসুম এবং খারিফ মোরসুমে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। ৪০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত একজন কৃষক এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকে।

এবার প্রশ্ন হল ২০২৪ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছাবে? এই প্রশ্নের উত্তর জানার জন্যই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে বছরে দুবার দেওয়া হয়। প্রথম কিস্তির টাকা দেওয়া হয় খারিফ মোরসুম অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। অপর কিস্তির টাকা আসে রবি মোরসুম অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে।

কত টাকা পেতে পারেন (Krishak Bandhu Payment Date 2024) ?

কৃষকের জমির পরিমাণ অনুসারে কিস্তির টাকা নির্ধারিত হয়।

১) ০.৪০ একর পর্যন্ত জমি থাকলে একটি কিস্তিতে ২,০০০ টাকা, বছরে ৪,০০০ টাকা দেওয়া হয়।

২) ০.৪১ একর থেকে ০.৯৯ একর পর্যন্ত জমি থাকলে ( জমির পরিমাণ × ৫০ গুণ) করে টাকা পাওয়া যায়।

যেমন: কারো ০.৫০ একর জমি হলে তিনি এক কিস্তিতে টাকা পাবেন ০.৫০ × ৫০ = ২৫০০ টাকা, দুই কিস্তিতে ২৫০০+২৫০০=৫০০০ টাকা পাবেন

৩) ১ একর বা তার বেশি জমি থাকলে সর্বাধিক ৫,০০০ টাকা এক কিস্তিতে, বছরে ১০,০০০ টাকা পাওয়া যায় ।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হয় (Krishak Bandhu Taka Kobe Dibe) ?

কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইবার দেওয়া হয়ে থাকে।

১) খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং

২) রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে।

কিভাবে কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন?

১) কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে কৃষক বন্ধু পোর্টালের ওয়েবসাইট krishakbandhu.net এ।

২)  “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনটিকে সিলেক্ট করে স্ট্যাটাস জানতে হবে।

৩) কৃষকের ভোটার কার্ড বা আধার কার্ডের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যেতে পারে। এই কাজটি করার জন্য  “আধার কার্ড” বা ভোটার কার্ড অপশনটি নির্বাচন করে নিতে হবে।

৪) এরপর কৃষকের ভোটার কার্ড বা আধার কার্ডের নম্বরকে  নির্ভুলভাবে ইন্টার করতে হবে।

৫) এরপর কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাবেন।

গুরুত্বপূর্ণ তথ্য:- 

স্ট্যাটাসে যদি “Delete Farmer/ No Data Found” এই লেখাটি দেখায় তাহলে জানতে হবে যে এই কৃষককে আবার আবেদন করতে হবে।

যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের কেওয়াইসি করতে হয়। যদি কেউ কেওয়াইসি না করে থাকেন তবে তারা পেমেন্ট পাবেন না।

Helpline Number:-

এই কৃষক বন্ধু প্রকল্পের আরো কিছু সহায়তার জন্য হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। নম্বরটি হল 8336957370 / 6291720406 (ফোন করার সময় সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত)।

কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে (Krishak Bandhu Payment Date 2024):-

২০২৪ সালে আমরা ইতিমধ্যেই জুন মাসে টাকা পেয়ে গিয়েছি এবার রবি সিজনে টাকা পাওয়ার পালা । আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 2022 সালে রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল এবং ২০২৩ সালেও রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল |

সুতরাং ২০২৪ সালে রবি সিজনের টাকা কৃষকদের ডিসেম্বর মাসেই দেওয়া হবে। তবে কৃষি দপ্তরের তরফ থেকে কোন অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি ।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা ২০১৯ সাল থেকে কৃষকদের দেওয়া হচ্ছে । আমরা যদি লক্ষ্য করি আগের বছরের টাকা দেওয়ার সময় গুলো তাহলে লক্ষ্য করতে পারব,

কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা বেশিরভাগ সময়ে জুন মাসে দেওয়া হয়েছে এবং রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়।

আরও পড়ুন: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন

আরও পড়ুন: সুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। আপনি কত টাকা পাবেন দেখুন

পরবর্তী সময়ে অফিসিয়াল তারিখ ঘোষণা করলে আমরা আমাদেরকে সেই তথ্য প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই দ্রুত খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।

Most Popular