Krishak Bandhu Taka Kobe Dhukbe: পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য Krishak Bandhu প্রকল্পের টাকা এখন সরাসরি ব্যাংক একাউন্টে জমা হবে। ২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্পটি কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে।
কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হলো। সম্পূর্ণ প্রতিবেদনটি এক নজরে পড়ে নিন।
প্রকল্পের সুবিধা:-
সাহায্যের পরিমাণ:
- প্রতি একর জমির জন্য ₹১০,০০০।
- ছোট কৃষকদের জন্য কমপক্ষে ₹৪,০০০।
কোন সময় দেওয়া হয় কৃষক বন্ধুর (Krishak Bandhu Status) টাকা?
1) খরিফ মৌসুম: এপ্রিল থেকে সেপ্টেম্বর।
2) রবি মৌসুম: অক্টোবর থেকে মার্চ।
কৃষক বন্ধু (Krishak Bandhu) টাকা বিতরণের প্রক্রিয়া :-
অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে সমস্ত অফিসিয়াল কার্যক্রম যেমন আপলোড এবং অনুমোদন শুরু হবে।
কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা (Krishak Bandhu Prakalpa) :-
- যাদের স্ট্যাটাসে “Delete farmer/No Data found” লেখা রয়েছে, তাদের নতুন করে জমির সমস্ত নথিপত্র এবং আধার ও ভোটার কার্ডের কপি জমা দিতে হবে।
- নথি জমা না দিলে আগামী রবি মৌসুমের টাকা পাবেন না।
- প্রতি ছয় মাস অন্তর eKYC চেক করা আবশ্যক।
আরও পড়ুন:- ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension
অনলাইনে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার পদ্ধতি (Krishak Bandhu Status Check Online Process) :-
আধার কার্ডের মাধ্যমে (Aadhar Card):
1. কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
2. “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনে ক্লিক করুন।
3. “আধার কার্ড” নির্বাচন করুন এবং আপনার আধার নম্বর লিখুন।
4. “Search” ক্লিক করে স্ট্যাটাস দেখুন।
ভোটার আইডির মাধ্যমে (Voter ID):
1. অফিসিয়াল ওয়েবসাইট: Krishakbandhu.net।
2. “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনে ক্লিক করুন।
3. “Voter Card/Aadhar Card/Bank Ac No./KBID/Mobile/Acknowledgement No” নির্বাচন করুন এবং আপনার নম্বর লিখুন।
4. “Search” ক্লিক করে স্ট্যাটাস দেখুন।
যোগাযোগের তথ্য :-
প্রকল্প সম্পর্কিত যেকোনো প্রশ্ন বা সমস্যা থাকলে যোগাযোগ করুন:
হেল্পলাইন নম্বর: 8336957370 / 6291720406 (সকাল 10:00 থেকে সন্ধ্যা 6:00)
ই-মেইল আইডি:
Krishak.bandhu@ingreens.in
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা গ্রহণ করতে সবসময় আপডেট থাকুন এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন!
কবে রবি সিজনে কৃষকবন্ধু টাকা দিবে (Krishak Bandhu Taka Kobe Dhukbe):-
২০২৪ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খারিফ সিজিনের জুন মাসে দেওয়া হয়েছিল । এবার ২০২৪ সালে রবি সিজনের টাকা পাওয়া বাকি রয়েছে।
আমরা যদি আগের সাল গুলো পর্যালোচনা করি কৃষক বন্ধুর টাকা দেওয়ার তারিখ নিয়ে তাহলে দেখতে পাবো, 2022 সালে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দিয়েছিল এবং ২০২৩ সালেও রবি সিজিনের টাকা ডিসেম্বর মাসে দিয়েছিল ।
কৃষি দপ্তর মারফত খবর ২০২৪ সালেও কৃষকবন্ধু প্রকল্পের রবি সিজিনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে। তবে কত তারিখে দেওয়া হবে সে বিষয়ে কোনো ফাইনাল তারিখ ঠিক করেনি কৃষি দপ্তর ।
পরবর্তী সময় অফিসিয়াল তারিখ ঘোষণা হলে সেই তথ্য আমরা আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেব । তাই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের whatsapp চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে থাকবেন।
OFFICIAL WEBSITE LINK:- CLICK HERE
আরও পড়ুন:- মাসে ৩০০০ টাকা কৃষকদের দিবে, অনলাইনে আবেদন করুন| Pm Kisan Mandhan Yojana
আরও পড়ুন:- পুজোর আগেই কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা, কীভাবে এবং কবে পাবেন টাকা?
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |