Tuesday, December 3, 2024
Homeকৃষক সংক্রান্তKrishak Bandhu Sno Sent To Bank | Krishak Bandhu Taka Kobe Dibe...

Krishak Bandhu Sno Sent To Bank | Krishak Bandhu Taka Kobe Dibe | কৃষকবন্ধু প্রকল্পের টাকা কবে দিবে

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প । কৃষক সমাজে কৃষক বন্ধু প্রকল্পটি খুবই জনপ্রিয়, এই প্রকল্পে কৃষকদেরকে বছরে দুইবার টাকা দেওয়া হয়ে থাকে একটি হল খারিফ সিজন,আরেকটি রবি সিজন । ২০২২ সালে খারিফ সিজনের টাকা ইতিমধ্যেই কৃষকরা পেয়ে গিয়েছেন এবার কৃষকরা রবি সিজনের টাকা পাবেন , কৃষকদের মধ্যে এখন একটাই প্রশ্ন এই রবি সিজনের টাকাটি তারা কবে পাবেন ? কারণ বর্তমানে চাষের কাজ শুরু হয়েছে রবি সিজিনের তাই কৃষকদের আর্থিক সাহায্যের প্রয়োজন । আমরা আজকে এই পোস্টে আলোচনা করবো

১) কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন?
২) এছাড়াও বর্তমানে কৃষকদের ট্রানজেকশন স্টেটাসের ঘরে Sno Sent To Bank বলে একটি অপশন আসছে ওই অপশন টির মানে কি?

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Sno Sent To Bank স্টেটাসের মানে কি?

কৃষক বন্ধু প্রকল্পে ট্রানজেকশন স্টেটাসের ঘরে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন স্ট্যাটাস আছে সবার প্রথমে কৃষক বন্ধু প্রকল্পে ট্রানজেকশন স্টেটাসের ঘরে ফাঁকা থাকে, তারপর সেখানে আসে Ada Uploded,তারপর সেখানে আসে Sno Download, তারপর সেখানে আছে Dda Approved, তারপর সেখানে আসে Sno Sent To Bank,


বর্তমান বছরেই এই প্রথম এই অপশনটি এসেছে , Sno কথাটির মানে হলো স্টেট নোডাল অফিসার (State Nodal Officer) প্রতিটি প্রকল্পের একজন স্টেট নোডাল অফিসার থাকে, সেই মতোই কৃষক বন্ধু প্রকল্পে একজন স্টেট নোডাল অফিসার রয়েছেন যিনি সমস্ত প্রকল্পটিকে পরিচালনা করেন ।যেহেতু Dda Approved এরপরে Sno Sent To Bank অপশনটি এসেছে সুতরাং Dda মানে ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার ( Deputy Director Of Agriculture) ওই দপ্তর থেকে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংকের ডিটেলস গুলো দিয়েছিলেন সেই ব্যাংকের তথ্যগুলি ব্যাংকের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে সুতরাং আপনাদের ব্যাঙ্কের তথ্য এবার যাচাই হবে ব্যাংকের একাউন্ট নাম্বার , আইএফএসসি কোড | আপনাদের ব্যাংকের তথ্য সঠিক থাকলে পরবর্তী ধাপে ট্রানজেকশন স্টেটাসের ঘরে Account Valid লেখাটি চলে আসবে এবং যখন কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজিনের টাকা দেওয়া হবে তখন আপনারা আপনাদের ব্যাংক একাউন্টে টাকাটি পেয়ে যাবেন ।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে

সূএমারফত খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা ২০২২ সালে ডিসেম্বর মাসের মধ্যেই পেয়ে যাবেন, গত বছর ২০২১ সালে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজিনের টাকা দেওয়া শুরু হয়েছিল ৮ ই ডিসেম্বর থেকে । সেই মতোই কৃষি দপ্তর জানাচ্ছে ২০২২ সালেও ডিসেম্বর মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়া হবে তবে এখনো অফিসিয়াল ডেট ঠিক হয়নি পরবর্তী সময়ে অফিসিয়াল ডেট ঠিক হলে আপনাদেরকে আমরা খবর জানিয়ে দেবো।

আরো নিত্যনতুন আপডেট ও খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন নিচের দেওয়া লিংকে ক্লিক করে (এখানে হাত দিন)

Read More : Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024

Most Popular