Sunday, October 6, 2024
Homeপ্রকল্পপুরুষদের জন্য খুশির খবর! প্রতি মাসে ১০০০ টাকা, পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে!

পুরুষদের জন্য খুশির খবর! প্রতি মাসে ১০০০ টাকা, পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে!

Krishak Bhata Form: এবার থেকে শুধু মহিলারা নন পুরুষরাও পাবেন মাসে মাসে টাকা।

লক্ষীর ভান্ডার যেমন মহিলাদের মুখে হাসি ফুটিয়েছে এবার রাজ্যের কৃষকদের মুখেও ফুটতে চলেছে হাসি।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পশ্চিমবঙ্গ সরকার একাধিক সমাজকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষকে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। এই প্রকল্পগুলি বিশেষত গ্রামীণ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অত্যন্ত সহায়ক।

আজকের আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উপর আলোকপাত করা হবে: ‘কৃষক ভাতা’ (Krishak Bhata) এবং ‘লক্ষীর ভান্ডার’ (Laxmir Bhandar)।

কৃষক ভাতা: কৃষকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা:-

আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ একটি কৃষিপ্রধান দেশ। অতীতকাল কাল থেকে বর্তমান যুগ ভারতে বেশির ভাগ মানুষের জীবিকা চাষবাস।

দেশের পাশাপাশি এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহৎ অংশের মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। এই কৃষকদের অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হতে হয় প্রায়শই। তাই, কৃষকদের আর্থিক সুরক্ষার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার “কৃষক ভাতা” (Krishak Bhata) প্রকল্প চালু করেছে।

এই প্রকল্পের আওতায়, ৬০ বছরের বেশি বয়সী কৃষকদের মাসে ১০০০ টাকা ভাতা প্রদান করা হয়।

প্রকল্পের লক্ষ্য:

কৃষকদের অর্থনৈতিক সহায়তা প্রদান করে তাঁদের জীবিকা নির্বাহে সাহায্য করা এবং তাঁদের সংসার চালানোর জন্য আর্থিক সহযোগিতা করা।

যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া:

1.পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

2.বয়স ৬০ বছরের বেশি (তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির জন্য ৫৫ বছর) হতে হবে।

3.সর্বাধিক ১ একর জমির মালিক হতে হবে। ভূমিহীন কৃষকরাও এই প্রকল্পে আবেদন করতে পারেন।

কোথায় আবেদন জমা করতে হবে ?

আবেদনপত্র অনলাইনে বা স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিসে জমা দেওয়া যায়।

আরও পড়ুন: ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension

কি কি কাগজপত্র লাগবে?

1) আবেদনকারীদের জমির মালিকানার প্রমাণপত্র,

2) আধার কার্ড,

3) রেশন কার্ড,

4) ব্যাংকের পাসবই এবং মোবাইল নম্বর জমা দিতে হয়।

OFFICIAL WEBSITE: CLICK HERE

Krishak Bhata Form:- DOWNLOAD

ফর্ম ডাউনলোড :- CLICK HERE

লক্ষীর ভান্ডার: নারীদের জন্য আর্থিক সহায়তা

পশ্চিমবঙ্গ সরকার নারীদের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে “লক্ষীর ভান্ডার” (Laxmir Bhandar) প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা মাসে ১২০০ টাকা আর্থিক সহায়তা পান।

প্রকল্পের উদ্দেশ্য:

নারীদের অর্থনৈতিকভাবে স্বাধীন ও স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের পরিবারের আর্থিক উন্নয়নে সহযোগিতা করা।

যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া:

1.পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

2.বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

কোথায় আবেদন জমা করতে হবে ?

অফলাইনে আবেদন করা যায়। এছাড়াও, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সহজেই আবেদন করা সম্ভব।

কি কি কাগজপত্র লাগবে?

আবেদনকারীদের পরিচয়পত্র, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই জমা দিতে হয়।

কৃষক ভাতা ও লক্ষীর ভান্ডারের গুরুত্ব:

এই দুটি প্রকল্প পশ্চিমবঙ্গের দুই গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী, কৃষক ও নারী, উভয়ের আর্থিক সুরক্ষার দিকে নজর রেখেছে। “কৃষক ভাতা” (Krishak Bhata) প্রকল্পটি কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতা দিতে সাহায্য করে,

আর “লক্ষীর ভান্ডার” (Laxmir Bhandar) নারীদের আর্থিকভাবে শক্তিশালী হতে সাহায্য করছে। এ ধরনের প্রকল্পগুলো রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন

আরও পড়ুন: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dhukbe

Most Popular