Lakhir Bhandar Club: পশ্চিমবঙ্গ সরকার পেরিত জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।
এবার এই প্রকল্পের জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করল চাঁদরা ব্লকের সনকাডাঙ্গা গ্রামের মহিলারা। এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।।
লক্ষ্মীর ভান্ডার ক্লাব (Lakhir Bhandar Club):
মহিলাদের অভিনব পদক্ষেপ- গ্রাম বাংলার মহিলাদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন।
এবার সনকাডাঙ্গার প্রায় ৬০ থেকে ৭০ টি পরিবারের মহিলারা একত্রিত হয়ে লক্ষ্মীর ভান্ডার ক্লাব গঠন করেছেন।
আর এই ক্লাবের মূল উদ্দেশ্য হলো-
১) বিভিন্ন গ্রামে বাল্যবিবাহ রোধ করা।
২) গ্রামের মহিলারা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই দিকে লক্ষ্য রাখা।
৩) গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যোগদান করা।
আরও পড়ুন:- ফ্রি ল্যাপটপ দিবে সরকার, নতুন প্রকল্প চালু
মহিলাদের পদক্ষেপে পুরুষদের সমর্থন –
মহিলাদের এই লক্ষ্মীর ভান্ডার ক্লাব তৈরির পরিকল্পনাকে সমর্থন করেছে পুরুষেরাও। ওই ক্লাবের সদস্যরা জানিয়েছেন যে তারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নমূলক কাজ, সামাজিক সমস্যা সমাধানে তারা সক্রিয় ভূমিকা পালন করবে।
এই ক্লাবের উদ্দেশ্য কী?
১) এই লক্ষ্মীর ভান্ডার ক্লাবের মূল উদ্দেশ্য হল এই ক্লাবকে বৃহত্তর ও সমাজকল্যমূলক কাজে ব্যবহার করা।
২) এই লক্ষ্মীর ভান্ডার ক্লাব গঠনের ফলে গ্রামের মহিলারা আরো অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর হতে পারবে।
এই ক্লাবের সদস্য রীতা দাস জানিয়েছেন, “আমরা চাই আমাদের গ্রাম আরো উন্নত হোক। শুধু ঘরের কাজ নয়, এখন থেকে আমরা গ্রামের উন্নয়নেও অংশ নেব।”
৩) লক্ষ্মীর ভান্ডার ক্লাবের মাধ্যমে শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
৪) কর্মসংস্থানের সুযোগ বাড়বে এই ক্লাবের মাধ্যমে।
সনকাডাঙ্গার এই লক্ষ্মীর ভান্ডার ক্লাব গঠন করার উদ্যোগ দেখে পশ্চিমবঙ্গের আরও জেলার মহিলারা হয়তো এই লক্ষ্মীর ভাণ্ডার ক্লাব গঠন করতে উদ্যোগী হবেন।
Lakhir Bhander Status Check : CLICK HERE
আরও পড়ুন:- লক্ষীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে! মাসে ৩০০০ টাকা দিবে
আরও পড়ুন:- Land Aadhaar Link: জমির সঙ্গে আধার লিঙ্ক সবাইকে করতে হবে, অনলাইন আবেদন করুন
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |