Lakhir Bhandar News: আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা! পুজোর আগে নতুন চমক | পশ্চিমবঙ্গে রাজ্য সরকার নানান জনমুখী প্রকল্প চালু করেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নারী, শিশু, ছাত্র-ছাত্রী, পুরুষ ও মহিলাদের জন্য নানান জনমুখী প্রকল্প চালু করেছে । রাজ্যে চালু থাকা নানান প্রকল্পের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার প্রকল্প ।
এবার এই লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় খুশির খবর আসতে চলেছে ।পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সুখবর! পুজোর আগেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ভাতা আরও বাড়তে পারে।
২০২১ সালের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বর্তমানে সাধারণ মহিলারা মাসে ১০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির মহিলারা ১২০০ টাকা ভাতা পান।
যখন লক্ষীর ভান্ডার প্রকল্প চালু হয়েছিল প্রথমের দিকে ওবিসি এবং জেনারেল কাস্ট এর মহিলারা মাসে ৫০০ টাকা করে পেত এবং এসসি, এসটি কাস্টের মহিলারা মাসে ১০০০ টাকা করে পেতো।
এবার এই ভাতা আরও বাড়িয়ে ১৫০০ থেকে ২০০০ টাকা করার সম্ভাবনা রয়েছে। যদি টাকা বাড়ানো হয় তাহলে মনে করা হচ্ছে জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারা ১০০০ টাকার বদলে ১৫০০ টাকা পাবে এবং এসসি, এসটি কাস্টের মহিলারা ১২০০ টাকার বদলে ২০০০ টাকা পাবে শোনা যাচ্ছে।
আরও পড়ুন:– ৩২৬৫৯ শূন্যপদে ICDS নিয়োগ কোন কোন জেলায় হচ্ছে | Wb Icds Recruitment 2024
পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakhir Bhandar News) ভাতা বাড়ানোর ঘোষণা করতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধিতে ২ কোটি ১১ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। অনেক মহিলাদের সংসার চালানোর কাজেও লাগে এই ভাতা।
মহিলাদের স্বাবলম্বী ও আর্থিকভাবে শক্তিশালী করতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ। এই লক্ষীর ভান্ডার প্রকল্প রাজনৈতিকভাবে শাসক শিবির এবং বিরোধী শিবিরদের কাছেও খুবই গুরুত্বপূর্ণ।
২০২১ এ বিধানসভা ভোট এবং ২০২৪ এ লোকসভা ভোটে তৃণমূল সরকারের ভোটে জিততে এই লক্ষীর ভান্ডার প্রকল্প অনেকটাই সহায়তা করেছে।
২০২৬ সালে পশ্চিমবঙ্গে আবারো বিধানসভা ভোট রয়েছে । এই বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যবাসী মনে করছে লক্ষীর ভান্ডারের টাকা হয়তো আবারো বাড়ানো হতে পারে
এই ভাতা বাড়ানো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, মহিলারা ভাতা বৃদ্ধির অপেক্ষায় আছেন। পরবর্তী সময়ে যখন টাকা বাড়বে বা বাড়ানোর কোনো খবর আসবে আমরা আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো।
আরও পড়ুন:– মুখ্যমন্ত্রী মমতা ৫০০০, ১০০০০ টাকা দিচ্ছে । নতুন প্রকল্প চালু : Wb New Scheme 2024
আরও পড়ুন:– Lakhir Bhandar Online Application : লক্ষীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা, পুজোর পরেই চমক আসছে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |