Lakhir Bhandar Payment Refund: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গায়েব! তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে প্রাপকদের জন্য বরাদ্দ করা টাকা সাইবার প্রতারণার মাধ্যমে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় বড় ধরনের অর্থনৈতিক প্রতারণা ধরা পড়েছে।
লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থ এবং পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার জন্য দেওয়া অনুদান আসল প্রাপকের অ্যাকাউন্টে না এসে প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে।
এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
দৈনিক বর্তমান সংবাদপত্রের খবরে জানানো হয়েছে, সরকারি পোর্টালে সাইবার (Cyber) প্রতারকরা ঢুকে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্ট নম্বরের পরিবর্তে ভুয়া অ্যাকাউন্ট নম্বর যুক্ত করে দিয়েছে।
এর ফলে বরাদ্দ অর্থ আসল প্রাপকদের কাছে না পৌঁছে সাইবার প্রতারকদের হাতে চলে গেছে। এই ঘটনায় বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে, এবং প্রাথমিক তদন্তে ঝাড়খণ্ডের জামতাড়া, রাজস্থানের আলওয়ার ও বিহারের গয়ার সাইবার অপরাধ গ্যাংয়ের সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে।
আরও পড়ুন:- সব কৃষকবন্ধুরা ফসলের টাকা পাবে, বড়ো ঘোষণা মমতার | Bangla Shasya Bima Form Fill Up 2024
অর্থ লোপাটে শিক্ষার্থীদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে
এই সাইবার প্রতারণার শিকার হয়েছেন পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের বহু শিক্ষার্থী। তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অনুদান দেওয়ার কথা ছিল।
রাজ্যের ১৮ লক্ষ পড়ুয়ার মধ্যে এই প্রকল্পের আওতায় কিছু জেলার শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা জমা না পড়ার অভিযোগ উঠে আসে।
তদন্তে জানা যায়, প্রকৃত শিক্ষার্থীদের অ্যাকাউন্টের পরিবর্তে সেই অর্থ চলে গেছে প্রতারকদের অ্যাকাউন্টে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে সিআইডি-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
বর্তমান প্রতিবেদন অনুসারে, প্রাথমিকভাবে ২০০টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের বরাদ্দকৃত টাকা স্থানান্তরিত হয়েছে।
ইতোমধ্যে এই ২০০টির মধ্যে প্রায় ৮০টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগ অ্যাকাউন্ট ঝাড়খণ্ড, বিহার, এবং রাজস্থানের।
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ: দ্রুত সমাধান করতে হবে
এই বিশাল প্রতারণা চক্রের ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কড়া নির্দেশ দিয়েছেন, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। তিনি বলেন, যেসব শিক্ষার্থী এখনও তাদের প্রাপ্য অর্থ পাননি, তাদের যেন দ্রুত সেই অর্থ দেওয়া হয়।
অভিযোগ জানানো শিক্ষার্থীদের টাকা আগামী সোমবার থেকেই দেওয়া শুরু হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, যেসব শিক্ষার্থী এখনও তাদের ট্যাবের জন্য অর্থ পাননি, তাদের দ্রুত এই তথ্য জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
সাইবার অপরাধের এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার সক্রিয় হয়ে উঠেছে।
টাকা ফেরত নিবে সরকার (Lakhir Bhandar Payment Refund) :-
ট্যাবের টাকার সাথে সাথে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকাও অনেক অযোগ্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টে (Bank Account) চলে গেছে। সেই সকল ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করবে প্রশাসন।
যে সকল উপভোক্তারা যোগ্য ভাবে লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে না বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোন টাকা ফেরত নেবে না । শুধুমাত্র যারা অযোগ্য হয়ে টাকা পাচ্ছেন তাদেরকেই টাকা ফেরত দিতে হবে বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরকার নেবে।
আরও পড়ুন:- লক্ষ্মীর ভান্ডার নতুন নিয়ম চালু, না মানলে টাকা বন্ধ। Lakhir Bhandar New Rules
আরও পড়ুন:- ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কিনা চেক করুন | Bangla Shasya Bima Status Check
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |