Thursday, December 12, 2024
Homeট্রেন্ডিংLoksabha Results 2024 Live | Lok Sabha Vote Result 2024 | How...

Loksabha Results 2024 Live | Lok Sabha Vote Result 2024 | How To Check Lok Sabha Election Result

Loksabha Results 2024 Live: ১৯ এপ্রিল থেকে সাত দফায় চলেছে লোকসভা ভোট ২০২৪। মঙ্গলে আল্টিমেটাম। রাত পোহালেই শুরু হয়ে যাবে গণনা। ৫৪৩টি কেন্দ্রের লোকসভা ভোটের ফল জানতে আগ্রহী গোটা দেশ। জানেন কি গণনার দিন ঠিক কী কী হয়?

ভোটগণনা করেন কে?

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রতিটি কেন্দ্রের ভোটগ্রহণ এবং ভোটগণনার তত্ত্বাবধানে থাকেন একজন করে রিটার্নিং অফিসার।

কোথায় হয় গণনা?

নির্বাচন কমিশনের তরফে থেকে ভোটের দিনক্ষণ এবং গণনার তারিখ আগে থেকে নির্ধারণ করা হয়। তবে গণনা কোথায় হবে তা নিয়ে সিদ্ধান্ত নেন রিটার্নিং অফিসার। সাধারণত একটি কেন্দ্রের ভোটগণনা একটি জায়গাতেই হয়। তবে সংসদ এলাকা বড় হলে একাধিক বিধানসভা অঞ্চলে ভাগ করে গণনা কেন্দ্রে কাউন্টিং হতে পারে। সে ক্ষেত্রে তত্ত্বাবধানে থাকেন সহকারী রিটার্নিং অফিসার

SEE MORE- ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে বড়ো খবর জানালো রাজ্য পুলিশ, Civic Volunteer Recruitment 2024

কী ভাবে ভোটগণনা হয়?

রিটার্নিং অফিসার কাউন্টিং সুপারভাইজার বেছে নেন। তিনটি স্তরে এই বাছাই প্রক্রিয়া চলে। পোস্টার ব্যালট গোণার মধ্যে দিয়ে শুরু হয় ভোটগণনা পর্ব। রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে এই গণনা পর্ব চলে। আধঘণ্টা পর যদি পোস্টাল ব্যালট গোণা সম্পন্ন নাও হয় EVM খোলা শুরু হয়ে যাবে। সেই মুহূর্ত থেকে গণনাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থী এবং তাঁর কাউন্টিং এজেন্ট।

কী ভাবে VVPAT মিলিয়ে দেখা হয়?

প্রতিটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি করে বিধানসভা কেন্দ্র বেছে নিয়ে তার একটি বুথের EVM মেশিনের সঙ্গে VVPAT মিলিয়ে দেখা হয়। অনুমতি থাকলে তবেই গণনা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারবেন এজেন্টরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, পাঁচটি বুথের VVPAT স্লিপ গণনা করা হয়। সেগুলিকে EVM-এর সঙ্গে মিলিয়ে দেখা হয়। সবটাই হয় রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে।

লোকসভা ভোট ২০২৪ এর রেজাল্ট চেক করার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করুন-

https://results.eci.gov.in/#

SEE MORE- BDO অফিসে কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্টি অপারেটরের নিয়োগ, ১১০০০ টাকা মাসিক বেতন

লোকসভা ভোট ২০২৪ এ আপনার বুথে কে কয়টি ভোট পেলো রেজাল্ট চেক করার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করুন-

https://results.eci.gov.in/#

লোকসভা ভোট ২০২৪ এর রেজাল্ট চেক করার অফিসিয়াল ওয়েবসাইট-

https://www.eci.gov.in/

SEE MORE- Icds Recruitment 2024 : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন

Most Popular